Wednesday, January 21, 2015

অবরোধ ও হরতালে দেশব্যাপী আগুন-ভাঙচুর:Time News

অবরোধ ও হরতালে দেশব্যাপী আগুন-ভাঙচুর স্টাফ রিপোটার টাইম নিউজ বিডি, ২১ জানুয়ারি, ২০১৫ ০২:১৮:৩৬ অনির্দিষ্টকালের ডাকা অবরোধের ১৬তম দিনে হরতালের সর্মথনে মিছিল, পিকেটিং ও রাস্তায় আগুন দিয়ে দেশব্যাপী বিক্ষোভ করেছে ২০ দলীয় জোট। ধোলাইখাল: অবরোধ ও হরতালের সর্মথনে মিছিল, পিকেটিং ও রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার সকাল ৯.৩০ এ রাজধানীর ধোলাইখালে মি
ছিলটি করে। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় সভাপতি আবদুল্লাহ ইবনে হুসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারি মুজাহিদুল ইসলাম ও অর্থ সম্পাদক জোনায়েদ পলক প্রকাশনা সম্পাদক মুস্তাফিজুর রহমান প্রমুখ। মিছিলটি ধোলাইখাল থেকে শুরু হয়ে মুরগীটোলায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়। অপরদিকে পুরান ঢাকার বাবু বাজার এলাকায় সকাল ১১ টায় শাখা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম এর নেতৃত্বে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বাবু বাজার থেকে শুরু হয়ে তাঁতি বাজার গিয়ে শেষ হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্য সম্পাদক দেলোয়ার হোসেন ও শিবির নেতা আব্দুল ওয়াদুদ প্রমুখ। বাড্ডা: রাজধানীর বাড্ডার শাহজাদপুরে বুধবার সকাল ৮টায় মিছিল করেছে হরতালকারীরা। এ সময় পিকেটাররা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু যুবক গলির ভেরত থেকে বের হয়ে হরতালের সমর্থনে মিছিল করে এবং গাড়ি ভাঙচুর শুরু করে। কিছুক্ষণ পরেই সবাই চলে যায়। জামালপুর: জামালপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছে পিকেটাররা। শহরের শহীদ হারুন সড়কে বুধবার দুপুর ১২টার দিকে একটি ট্রাক ও জিগাতলা এলাকায় একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। এদিকে, জেলার বাস ও ট্রাক টার্মিনাল থেকে দূরপল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বকুলতলায় গিয়ে শেষ হয়। সুনামগঞ্জ: সমাবেশস্থলে যেতে বাধা দেয়ায় সুনামগঞ্জে ২০টি লেগুনা ভাঙচুর করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। বুধবার বেলা সোয়া ১১টার দিকে শহর থেকে ১২ কিলোমিটার দূরে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এ ভাঙচুরের ঘটনা ঘটে। জানা যায়, শহর থেকে ১২ কিলোমিটার দূরে মদনপুরে ২০ দলের সমাবেশ হওয়ার ছিল। কিন্তু সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী মদনপুরে অবস্থান নেয়। আইনশৃঙ্খলা বাহিনী সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের নীলপুর বাজারে বেড়িকেড দিয়ে রাখে। সকাল ১১টার দিকে ছাতক ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নেতাকর্মীরা সমাবেশস্থলে যাওয়ার চেষ্টা করলে মদনপুর-দিরাই সড়ক ও সিলেট-সুনামগঞ্জ সড়কের আহসানমারা সেতুর দক্ষিণ পাশে পুলিশ তাদের বাধা দেয়। এ খবর পেয়ে অন্য নেতাকর্মীরা শহরের বক পয়েন্ট, বিহারী পয়েন্ট ও কাজীর পয়েন্টে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এসময় ২০ দলীয় জোটের নেতাকর্মীরা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় একটি মিছিল বের। মিছিল থেকে তারা অতর্কিতে পুরাতন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা ২০টি লেগুনা ভাঙচুর করে। এসময় আশপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি করতে থাকে ও ব্যবসায়ীরা তাদের দোকান-পাট বন্ধ করে দেয়। এ ব্যাপারে এসপি হারুন অর রশিদ বলেন, কোনো কারণ ছাড়াই নেতাকর্মীরা লেগুনা ভাঙচুর করে। বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। চট্টগ্রাম: চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী থানার ঈছাপুর এলাকায় একটি লাকড়ি বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে। হাটহাজারী ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, সকালে ঈছাপুর লাকড়ি বোঝাই একটি ট্রাকে(চট্টমেট্রো ট ১১-৪১৩১) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের একটি গাড়ি আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রাকটি রাউজানের ইট ভাটায় লাকড়ি বোঝাই করে নিয়ে যাচ্ছিল বলে জানান তিনি। জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল পৌনে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে পার্কিং করা একটি বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয় হতে মিরপুর রোডে চলাচলকারী শিক্ষকদের পরিবহনে (ঢাকা মেট্রো ০০৪৯) আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন লাগানোর পর পরই বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আগুন নেভানোর গ্যাস দিয়ে তা নিভিয়ে ফেলে। এ ব্যাপারে জবি পরিবহন পুলের প্রশাসক ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, পার্কিং করা একটি শিক্ষক পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নেভানো হয়েছে। নোয়াখালী: খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক জনিকে খুন করাসহ সারাদেশে ছাত্রদলের নেতাকর্মীকে হত্যা, গুম গ্রেফতারের প্রতিবাদ ও শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব এবং গণমানুষের ভোটের অধিকার পুণ:প্রতিষ্ঠার দাবীতে দুই দিনব্যাপী ছাত্র ধর্মঘট পালনের সমর্থনে মিছিল করেছেন ছাত্রদল নোয়াখালী কলেজ শাখা। নোয়াখালী কলেজ ছাত্রদলের আহবায়ক নেতা আজগর উদ্দিন দুখুর নেতৃত্বে ছাত্র ধর্মঘটের সমর্থনে বুধবার সকাল ৮টার দিকে বিশাল মিছিল ও সমাবেশ করেছে নোয়াখালী কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী কলেজ ছাত্রদল নেতা আমিরুল ইসলাম সুজন, সিরাজুল ইসলাম শাওন,জুম্মা খান রুজন,সিরাজুল ইসলামসহ অসংখ্য নেতাকর্মী। সমাবেশে বক্তরা সারাদেশে ছাত্রদলের নেতাকর্মীকে গুম, খুন, হত্যা ও গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃত সকল ছাত্রদল নেতাকর্মীর মুক্তির দাবী জানান। গাজীপুর: গাজীপুর মহানগরের লক্ষ্মীপুরা এলাকায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের পাশে ঢাকা-গাজীপুর সড়কে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে লক্ষ্মীপুরা ঢাকা- গাজীপুর সড়কে একটি পিকআপ ভ্যানে অবরোধ সমর্থকরা পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই পিকআপের চালক ও স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। আগুনে পিকআপের সামনের অংশ সমান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, নাশকতার সৃষ্টি করতে পারে এমন অভিযোগে পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে টঙ্গী থানা এলাকা থেকে তিনজন জামায়াত-বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। খুলনা: খুলনার খানজাহান আলী সড়কের মৌলভীপাড়া ও পিটিআই মোড়ে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ ৫ রাউন্ড টিয়ার শেল ছোড়ে। হরতালকারীরাও কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তারা কয়েকটি ইজিবাইক ভাঙচুর করেছে। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া দৌলতপুর মহসিনের মোড়ে মিছিলের প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করেছে পুলিশ। কেএইচ


No comments:

Post a Comment