বিজয়ের মাস ডিসেম্বর শুরু টাইম ডেস্ক টাইম নিউজ বিডি, ০১ ডিসেম্বর, ২০১৪ ০৮:৪৭:০৪ বছর ঘুরে আবার এসেছে বিজয়ের মাস। সোমবার ১ ডিসেম্বর। মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল বিজয়ের মাস ডিসেম্বর শুরু হলো। আজকের দিনেই সূচনা ঘটেছে বাঙালির কাঙ্খিত মুক্তি সংগ্রামের বিজয় অর্জনের মাস ডিসেম্বর। পূর্তি হলো স্বাধীনতার ৪৩ বছর। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরবের মহান মুক্তিযুদ্ধের ৯ মাস। ১৯৭১-এর ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর
প্রতিটি ক্ষণ, প্রতিটি দিন একেকটি মহাকাব্য। বাংলা মায়ের বীর ছেলেরা বুক পেতে দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন। অসীম সাহসে লড়াই করে পরাজিত করেছেন দখলদার পাকিস্তানি বর্বর সেনাবাহিনীকে। একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াকু বাঙালির মুক্তিযুদ্ধ এ মাসে বিজয়ের সুমহান মর্যাদায় অভিষিক্ত হয়েছিল। পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুখে পিছু হটতে বাধ্য হয়। সারা দেশে চলতে থাকে ব্যাপক যুদ্ধ। ১৯৭১ সালে এই দিনে নিউ ইয়র্ক টাইমস পত্রিকার এক প্রতিবেদন ছাপে যাতে উল্লেখ রয়েছে: বাংলাদেশের অভ্যন্তরে গেরিলা তৎপরতা বৃদ্ধি পাওয়ার ফলে পশ্চিম পাকিস্তানি সামরিক জান্তাদের নির্দেশে সামরিক বাহিনীর লোকেরা পুনরায় গ্রামবাসীদের হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার বর্বর অভিযান শুরু করেছে। গেরিলা সন্দেহে জিঞ্জিরার কতজন যুবককে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করেছে, তার ইয়ত্তা নেই। বুড়িগঙ্গার অপর পারের এই গ্রামটিতে অন্তত ৮৭ জনকে সামরিক বাহিনীর লোকেরা হত্যা করেছে। এদের অধিকাংশই যুবক। নারী ও শিশুরাও ওদের হাত থেকে রেহাই পায়নি। ’৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধারা অপারেশন চালিয়ে ঢাকায় দুজন মুসলিম লীগ কর্মীকে হত্যা করে। বাকি দুজনকে বুলেটবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, মুক্তিযোদ্ধারা শেষরাতের দিকে সিলেটের শমশেরনগরে অতর্কিতে আক্রমণ চালিয়ে পাকিস্তানি বাহিনীকে নাজেহাল করে তোলে। মুক্তিবাহিনীর তীব্র আক্রমণে পাকিস্তানি বাহিনী এই এলাকা থেকে পালাতে শুরু করে। মুক্তিবাহিনী টেংরাটিলা ও দুয়ারাবাজার মুক্ত ঘোষণা করে। মুক্তিবাহিনীর অপারেশন অব্যাহত থাকায় পাকিস্তানি বাহিনী এই জেলার গারা, আলিরগাঁও, পিরিজপুর থেকে তাদের বাহিনী গুটিয়ে নিতে বাধ্য হয়। এদিকে, পিপলস পার্টির ঢাকা অফিস বোমা বিস্ফোরণের ফলে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। জুলফিকার আলী ভুট্টো দুমাস আগে এ অফিস উদ্বোধন করেন। রাঙামাটিতে ব্যাপটিস্ট মিশনে হানাদার বাহিনী কর্তৃক আক্রান্ত হয়ে চার্লস আর. হাউজার নামে একজন ধর্মযাজক এবং বহু বাঙালি সন্ন্যাসী নিহত হন। আজ মহান বিজয় অর্জনের ৪৩ বছরে বাংলাদেশ। শোক ও শ্রদ্ধায় মুক্তিযোদ্ধাদের স্মরণের মধ্য দিয়ে পার হবে বিজয়ের মাস। সম্মান জানানো হবে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও তাদের শৌর্যবীর্যের প্রতি। ১ ডিসেম্বর ‘মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে পালন করা হবে বলে জানিয়েছে আওয়ামীলীগ। সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে আলো জ্বেলে ও ফুল দিয়ে দিবসের সূচনা হয়। ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনেও দিবসের শুরুতেই মোমবাতি প্রজ্জলন হয়। বের হয় আলোর মিছিল। এএইচ
No comments:
Post a Comment