
বেশ চাপে ছিল ভারত। তবে উইকেট পেতেও বাংলাদেশের বেশ দেরী হয়। ১৭তম ওভারে সাকিবের হাতে বল তুলে দেন মাশরাফি। নিজের প্রথম ওভারেই নেতার মান রাখলেন তিনি। তৃতীয় বলে শিখর ধাওয়ানকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন। বেশ ভালোভাবেই স্টাম্পিং করে ধাওয়ানকে বিদায় করে দেন মুশফিক। ১৮তম ওভারের পঞ্চম বলে কোহলিকে (৩) বিদায় করে দেন রুবেল হোসাইন। এবার ক্যাচ ধরেন মুশফিক। তাসকিকের বলে বিদায় নেন রাহানে। পরে দুটি বিতর্কিত সিদ্ধান্তে উইকেট বঞ্চিত হয় বিশ্বের টাইগাররা। অবশেষে মাশরাফির বলে রায়না ক্যাচ আউট হয়। ৫৭ বলে ৬৫ রান করেন রায়না। রোহিতকে আম্পায়াররা বাঁচালেও তাসকিন বাঁচতে দেয়নি। তার বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফিরে গিছে। মাঠ চাড়ার আগে ১২৬ বলে ১৪টি চার ও তিনটি ছক্কায় ১৩৭ রান করেন। ১১ বলে ৬ রান করা ধোনি সেই তাসকিনের থাবায় নাসিরের হাতে ক্যাচ দিয়ে মাঠ থেকে চলে গেছেন। ১০ বলে ২৩ রান করে অপরাজিত ছিলেন জাদেজা। তার সঙ্গে ৩ রান নিয়ে খেলা শেষ করেন অশ্বিন। বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন ভারতের অধিনায়ক ধোনি। জেডআই
No comments:
Post a Comment