Wednesday, March 11, 2015

লিবিয়া থেকে ৫০ হাজার বাংলাদেশীকে স্থানান্তরের পরিকল্পনা:Time News

লিবিয়া থেকে ৫০ হাজার বাংলাদেশীকে স্থানান্তরের পরিকল্পনা কুটনৈতিক রিপোর্টার টাইম নিউজ বিডি, ১১ মার্চ, ২০১৫ ১৮:১০:০৫ লিবিয়া পরিস্থিতির সহসা উন্নতি না হলে সেখানে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের অন্যত্র স্থানান্তর বা দেশে ফেরত আনা হবে। বিভিন্ন বিবাদমান গ্রুপের চলমান রক্তক্ষয়ী সংঘর্ষে জর্জরিত উত্তর আফ্রিকার এই দেশে প্রতিনিয়ত বিদেশী নাগরিক অপহরণের পটভূমিতে এমন ঘোষণা আসলো বাংলাদেশের পক্ষ থেকে। বৈদেশিক কর্মসংস
্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসাইন আজ (বুধবার) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন ঘোষণার কথা জানান।   তিনি বলেন, বিভিন্ন বিবাদমান গ্রুপের সংঘর্ষের কারণে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পুরো লিবিয়াজুড়ে। আমরা সামগ্রিকভাবে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মন্ত্রী বলেন, জরুরী প্রয়োজন দেখা দিলে আমরা তিউনিশিয়ার মতো লিবিয়ার পার্শ্ববর্তী দেশগুলোতে আমাদের শ্রমিকদের স্থানান্তর করার উদ্যোগ নিবো। তিনি লিবিয়ায় কর্মরত বাংলাদেশী শ্রমিকদের সংঘাতময় অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দেন। একইসাথে যে কোন সময় জরুরী পরিস্থিতির মোকাবেলায় সবাইকে মানসিক প্রস্তুতি গ্রহণেরও আহবান জানান। মন্ত্রী বলেন, গত শুক্রবার (৬ মার্চ ২০১৫) ইসলামিক স্টেট বা আই এস সদস্যরা দুই বাংলাদেশীকে অপহরণের পর সরকার লিবিয়ায় কর্মরত প্রায় ৫০ হাজার বাংলাদেশী শ্রমিককে স্থানান্তরের কথা ভাবছে। উল্লেখ্য, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর ও পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী লিবিয়ায় একটি তেলকুপ থেকে অপহৃত ওই দুই বাংলাদেশী হলেন নোয়াখালীর আনোয়ার হোসাইন এবং জামালাপুরের হেলাল উদ্দিন।   অপহৃত এই দুই বাংলাদেশীকে উদ্ধারে লিবিয়া সরকারের সাথে সেখানে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা একযোগে কাজ করছেন বলেও আশ্বস্ত করেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। তিনি বলেন, আমি বিশ্বাস করি খুব শিগগিরই ওই দুজন মুক্তি পাবেন। কেবি 


No comments:

Post a Comment