Monday, December 1, 2014

বিএনপি নির্বাচনে না আসায় ভালোই হয়েছে: প্রধানমন্ত্রী:RTNN

বিএনপি নির্বাচনে না আসায় ভালোই হয়েছে: প্রধানমন্ত্রী নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচনে না আসায় একরকম ভালোই হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। রবিবার দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে তিনি এমন মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, ‘আমরা বিএনপির অন্তর্জালা জানি। না ঘরকা, না ঘটকা। এটাই হচ্ছে ওনার দুঃখ। ইলেকশান না করে ইনি
ভুল করেছেন। তিনি বলেছেন- একদলীয় শাসন চলছে। একদলীয় হলে তিনি কীভাবে বক্তব্য দিতে পারেন।’ বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচনে না আসায় ভালোই হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি বিগত ৫ বছর সংসদে থাকায় এখানে খিস্তি-খেউর হতো। সংসদে ছাত্র-ছাত্রীদের আমরা নিয়ে আসতে পারতাম না। তাই বিএনপি বর্তমানে সংসদে না আসায় জাতি এক রকম বেঁচে গেছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল করে বিএনপির জন্ম দিয়েছে। জিয়া একা একা একদিন টিভিতে ঘোষণা দিয়েছেন, তিনি রাষ্ট্রপতি। তৎকালীন রাষ্ট্রপতি সায়েম সাহেবকে অস্ত্র ধরে বললেন- আপনি অসুস্থ; আমাকে রাষ্ট্রপতি বানান। মার্শাল ’ল জারি করে ক্ষমতায় যে আসে, সেটাকে কোন গণতন্ত্র বলে? আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া বলেছেন- আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল না। তাহলে মুক্তিযুদ্ধ করেছে কে? সে সময় কি বিএনপির জন্ম হয়েছে? তিনি হয়তো একদিন বলতে পারেন- নিজামী-কামারুজ্জামানরা মুক্তিযুদ্ধ করেছে?’ শেখ হাসিনা বলেন, ‘তাদের আন্দোলন নাকি ভাতের অধিকার আদায়ের? তাদের অর্থমন্ত্রী বলেছিলেন- দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হওয়া ভালো না, তাহলে বিদেশি সাহায্য পাওয়া যায় না। আমি তখন বলেছিলাম, তাহলে বাংলাদেশকে ভিক্ষুকের রাষ্ট্রে পরিণত করতে চান? কয়েকশ’ মানুষ হত্যা করে এখন তিনি ভোটের ও ভাতের অধিকারের কথা বলেন।’ তিনি বলেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা নাকি খুব খারাপ? তিনি তো এতিমের অর্থ মেরে খেয়েছেন। এখন মামলায় হাজিরা দিতেও ভয় পান। চোরের মনে পুলিশ পুলিশ। কেস মোকাবেলা করতে ভয় পান কেন?’ প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান নাকি ১৯ শতাংশ কমে গেছে। এই শতাংশ তাকে কে শিখিয়েছে? এক কোটির ওপর মানুষকে চাকরি দিয়েছি, সেখানে কর্মসংস্থান কমে কিভাবে? নির্বাচনে অংশ নেয়ায় রওশানকে ধন্যবাদ গত ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়ার জন্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, তার সঠিক সিদ্ধান্তে গণতন্ত্র রক্ষা পেয়েছে। শত প্রতিকূলতার মধ্যেও তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। সে জন্য দেশবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ। তিনি বলেন, ‘সাউথ সাউথ পুরস্কার আমার প্রাপ্য নয়, এটা বাংলাদেশের জনগণের। তারা যদি আমাদের ভোট দিয়ে বিজয়ী না করতো, তাহলে হয়তো এ পুরস্কার বাংলাদেশ পেতো না। আমরা যেটুকু করেছি, এদেশের জনগণের জন্য পেয়েছি। এর সবটুকু এদেশের জনগণকেই উৎসর্গ করছি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘সামনে আমাদের হাতে ৪ বছর সময় আছে। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো। কিন্তু বিএনপি নেত্রী ক্ষমতায় থেকে টাকা বানাতে চেয়েছেন। তার ছিলো ভাঙা সুটকেস। সেটা যদি জাদুর বাক্স হয়ে থাকে, তাহলে কিছু বলার নেই। ঘটনা তো তা না। তিনি দুর্নীতি করেছেন, টাকা খেয়েছেন, দেশের উন্নতি করেন নাই।’ তিনি বলেন, ‘৯৬ সাল থেকে ২০০১ বাংলাদেশের জন্য স্বর্ণ যুগ ছিলো। অল্প সময়ের মধ্যে ব্যাপক উন্নতি করেছিলাম। কিন্তু ২০০১ সালে ক্ষমতায় আসতে পারেনি বলে ধারাবাহিকতা রক্ষা করতে পারিনি।’ মন্তব্য pay per click নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া... রাজিউন)। মৃত্যুকাল . . . বিস্তারিত নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: প্রবীণ সাংবাদিক ও আন্তর্জাতিক বিশ্লেষক জগলুল আহমেদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন) . . . বিস্তারিত      

No comments:

Post a Comment