Tuesday, March 31, 2015

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পিছিয়ে প্রেসিডেন্ট গুডলাক:Time News

নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পিছিয়ে প্রেসিডেন্ট গুডলাক ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ৩১ মার্চ, ২০১৫ ১৮:২৩:৪৩ নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে প্রেসিডেন্ট গুডলাক জোনাথনের চেয়ে এগিয়ে রয়েছেন বিরোধী দলীয় নেতা মোহাম্মুদু বুহারি। মঙ্গলবার শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ লাখেরও বেশি ভোট গণনা করা হয়েছে। এতে এগিয়ে রয়েছেন বুহারি। প্রেসিডেন্ট হওয়ার জন্য ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে। এ ছা
ড়া দুই তৃতীয়াংশ অঙ্গরাজ্যে ২৫ শতাংশের বেশি ভোট পেতে হবে। খবর আল জাজিরা ও বিবিসির। ভোটের এ প্রাথমিক ফলাফল জানিয়েছে নাইজেরিয়ার ইন্ডিপেনডেন্ট ন্যাশনাল ইলেকটোরাল কমিশন (আইএনইসি)। ফলাফলে মোহাম্মুদু বুহারির দল অল প্রগ্রেসিভস কংগ্রেস (এপিসি) এগিয়ে রয়েছে উইও, কোগি, কাওয়ারা, কাটসিনা, কাদুনা, ওসুনা, কানো, জিগাওয়া ও ওন্দো অঙ্গরাজ্যে। অন্যদিকে, প্রেসিডেন্ট গুডলাক জোনাথনের পিডিপি পার্টি এগিয়ে রয়েছে নাসাওয়ারা, একিতি, এনুগু, আবিয়া, ইমো, আকওয়া ইবোম, প্ল্যাটু ও আনামব্রা অঙ্গরাজ্যে। মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে গুডলাক জোনাথন ও সাবেক সামরিক শাসক মোহাম্মুদু বুহারির মধ্যে। নাইজেরিয়ার ভোটাররা বিভিন্ন বর্ণগত, আঞ্চলিক ও ধর্মীয় ভাবে বিভক্ত। এমএ


No comments:

Post a Comment