পবিত্র শবে বরাত ২ জুন স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ১৯ মে, ২০১৫ ২০:৪৪:৩৫ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ১৪৩৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ২ জুন মঙ্গলবার দিবাগত রাতে লাইলাতুল বরাত বা পবিত্র শবে বরাত। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভাশেষে ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ শামীম মোহাম্মদ আফজাল সাংবাদিকদের জানান, বাংলাদেশের অকাশে আজ শাবান মাসের চ
াঁদ দেখা গেছে। আগামীকাল ২০ মে বুধবার থেকে ১৪৩৬ হিজরির শাবান মাস গণনা শুরু হবে। এ সময় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন। এর আগে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে সন্ধ্যা সোয়া ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান এতে সভাপতিত্ব করেন। কেএইচ
No comments:
Post a Comment