Wednesday, May 20, 2015

মাহিদুর-আফসারকে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে:টাইমনিউজ

মাহিদুর-আফসারকে ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২০ মে, ২০১৫ ০৯:১৩:৪২ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাহিদুর রহমান এবং আফসার হোসেন চুটুরকে ঢাকা কেন্দ্রীয় করাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ নেওয়া হয়েছে। বুধবার সকাল পৌনে ৮টায় প্রিজন ভ্যানে করে ২ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়। মানবতাবিরোধী অপরাধ মামলায় তাদের বিরুদ্ধে রায় ঘো
ষণা করবেন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গত ২৭ জানুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত মাহিদুর-আফসারের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তদন্ত কর্মকর্তা জেডএম আলতাফুর রহমানসহ রাষ্ট্রপক্ষের মোট ১০ জন সাক্ষী। অন্যরা হচ্ছেন- মোঃ আহসান হাবীব, মোঃ মহিবুল হক, রইস উদ্দিন, জাকারিয়া, মোঃ মোখলেসুর রহমান, মোঃ ফসি আলম সান্টু, মোঃ খুদি, মহসীন আলী ও দাউদ হোসেন। অন্যদিকে মাহিদুর-আফসারের পক্ষে কোনো সাফাই সাক্ষী ছিলেন না। গত ১২ জানুয়ারি মাহিদুর-আফসারের বিরুদ্ধে সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করেন প্রসিকিউটর সাহিদুর রহমান। গত বছরের ১১ ডিসেম্বর তিনটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাহিদুর রহমান ও মো. আফসার হোসেন চুটুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এর আগে ১ ডিসেম্বর অভিযোগ গঠনের পক্ষে প্রসিকিউটর সাহিদুর রহমান ও বিপক্ষে শুনানি করেন তাদের আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম। গত বছরের ২৪ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে (শ্যোন অ্যারেস্ট) মাহিদুর-আফসারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল। ১৬ নভেম্বর এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর সাহিদুর রহমান। এ দু’জনের বিরুদ্ধে গত বছরের ২৭ অক্টোবর তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেন তদন্ত সংস্থা। পরদিন ২৮ অক্টোবর তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়। এর ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করে ট্রাইব্যুনালে দাখিল করেন প্রসিকিউশন। এ মামলার তদন্ত শুরু হয় গত বছরের ১১ ফেব্রুয়ারি। তদন্ত শেষে ৭ খণ্ডে ৯৫৬ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হয়। এএইচ    

No comments:

Post a Comment