Thursday, June 11, 2015

শফিউল হককে নয়া সেনাপ্রধান নিয়োগ:আরটিএনএন

শফিউল হককে নয়া সেনাপ্রধান নিয়োগ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। দায়িত্ব পাওয়ার পর তিনি হবেন দেশের ১৫তম সেনাপ্রধান। আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বর্তমান সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন। ইকবাল করিম ভূঁইয়ার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৫ জুন। আবু বেলাল মোহাম্মদ শফিউল হক বর্তমানে সশস্ত্র বাহি
নী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে রয়েছেন। তার আরেকটি পরিচয় ঢাকা উত্তর সিটি করপোরেশনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সদ্য মেয়র নির্বাচিত হওয়া আনিসুল হকের ভাই তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের নিয়োগের আদেশ হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক শাহিনুল ইসলাম জানিয়েছেন। বুধবার তিনি বলেন, আগামী ২৫ জুন অপরাহ্ন থেকে ২০১৮ সালের ২৫ জুন অপরাহ্ন পর্যন্ত ৩ বছর মেয়াদে আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে সেনাবাহিনীর প্রধান নিয়োগ দিয়ে আজই প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আবু বেলাল শফিউল হক জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন। সেনাপ্রধান হিসেবে ইকবাল করিমের মেয়াদ ২৫ জুন শেষ হবে। শফিউল হক ২৫ জুনই নতুন সেনাপ্রধানের দায়িত্ব নেবেন। সেদিনই তিনি জেনারেল পদোন্নতি পাবেন। ১৯৫৮ সালে জন্ম নেওয়া আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ১৯৭৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন। লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদায় ২০১৩ সাল থেকে পিএসও’র দায়িত্বে ছিলেন তিনি। মন্তব্য      

No comments:

Post a Comment