Monday, December 15, 2014

শাবি খোলার দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা:Time News

শাবি খোলার দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা সিলেট করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ১৫ ডিসেম্বর, ২০১৪ ০৮:৩৮:০৪ গত ২০ নভেম্বর থেকে বন্ধ থাকা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করবে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সেশন জোটের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আন্দোলন করবে শিক্ষার্থীরা। আজ সোমবার আন্দোলনের শুরু হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মৌন অবস্থা
ন কর্মসূচি পালন করা হবে। আন্দোলনের অন্যতম সংগঠক ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের খোলার দাবিতে সোমবার আমরা মৌন অবস্থান কর্মসূচি পালন করব। অবস্থান কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আরও কয়েকটি দাবি তুলে ধরব। দাবিগুলো হল-৬ মাসের সেমিস্টারের সময়কাল কমিয়ে আনতে হবে, সাপ্তাহিক বন্ধ দুই দিন থেকে কমিয়ে এক দিন করতে হবে, শুক্রবারও পরীক্ষা নিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘দাবি না মানা হলে সড়ক অবরোধ, অনশনের মতো কঠোর কর্মসূচিতে যেতে আমরা বাধ্য হব।’ গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কমিটির পক্ষ-বিপক্ষের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এক বহিরাগত ছাত্রলীগ কর্মী নিহত হয়।ওই দিনই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এ ঘটনায় জালালাবাদ থানায় অজ্ঞাতনামা ৬২০ জনের বেশি আসামি করে ৪টি মামলা করা হয়েছে। আটক করা হয়েছে ৩৪ জনকে। ইআর


No comments:

Post a Comment