Wednesday, May 20, 2015

চারমাস সাগরে ভাসা ৫০০ বাংলাদেশি ও রোহিঙ্গা উদ্ধার:আরটিএনএন

চারমাস সাগরে ভাসা ৫০০ বাংলাদেশি ও রোহিঙ্গা উদ্ধার আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন আচেহ: ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে বুধবার সকালে প্রায় ৫০০ বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিম অবতরণ করেছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার উদ্ধারকারী কর্মকর্তারা। জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা খাইরুল নোভা বলেন, ‘সব মিলিয়ে সাগরে আমরা ৫০০ জনকে পেয়েছি। তাদেরকে ছোট নৌকায় করে তীরে নিয়ে আসা হয়েছে।’ নোভা জানান, এসব
অভিবাসী আচেহর কুতা বিনজেতে অবতরণ করেছেন। ‘তারা পানিশূন্যতায় ভুগছিলেন। তার ছিলেন দুর্বল ও উপোস,’ বলেন নোভা। উদ্ধার হওয়া অভিবাসীদের একজন উবায়দুল হক (৩০) জানান, তাদের নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর চালক পালিয়ে যায়। উবায়দুল জানান, সাগরে তারা চার মাস ভাসমান ছিলেন। তাদের খাবার শেষ হয়ে গিয়েছিল। ইন্দোনেশিয়ার জেলেরা তাদেরকে দেখতে পেয়ে তীরে নিয়ে আসে বলে জানান উবায়দুল। তিনি আরো জানান, তারা মালয়েশিয়ায় প্রবেশ করতে চেয়েছিলেন। কিন্তু তাদেরকে ঢুকতে দেয়া হয়নি। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া এর আগে জানিয়েছে যে নৌকার কোনো অভিবাসীকে তারা তাদের দেশে আশ্রয় দেবে না। সূত্র: আলজাজিরা মন্তব্য      

No comments:

Post a Comment