
ন হেলালউদ্দিন ও আনোয়ার হুসাইন নামের দুই বাংলাদেশি শ্রমিক। হেলালউদ্দিনের বাড়ি জামালপুরে, আর আনোয়ার হুসাইনের বাড়ি নোয়াখালীতে। গত শুক্রবার (৬ মার্চ) অপহরণের এই ঘটনা ঘটে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, "লিবিয়ায় বেশ কয়েকটি গ্রুপ একে অপরের বিরুদ্ধে লড়াইরত। কিন্তু কোন গ্রুপই দুই বাংলাদেশিকে অপহরণের দায়ভার স্বীকার করেনি।" লিবিয়ার বাংলাদেশ দূতাবাস প্রথমে হেলালউদ্দিন নামের একজন বাংলাদেশিকে অপহরণের খবর জানালেও গতকাল মঙ্গলবার আরও একজন অপহরণের খবর নিশ্চিত করে। আনোয়ার হুসাইন নামের ওই বাংলাদেশিকে অপহরণের বিষয়টি নিশ্চিত করেন তার পাশের এক তেলখনিতে কর্মরত আরেক বাংলাদেশি শ্রমিক। আনোয়ার হুসাইন নামের আরেকজন সুদানের শ্রমিক ওই তেলখনিতে থাকায় প্রথমে ধারণা করা হয়েছিল, ওই সুদানি নাগরকই অপহরণের শিকার হয়েছেন। কিন্তু গতকাল আনোয়ার হুসাইনকে বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া যায়। আন্তর্জাতিক গণমাধ্যমের দেয়া খবর অনুযায়ী, দুই বাংলাদেশিসহ অপহৃত ৯ শ্রমিক অস্ট্রিয়ার তেল কোম্পানি 'ভিএওএস'-এ কর্মরত ছিলেন। ৯ জনের মধ্যে বাকি সাত জনের চারজন ফিলিপাইনের, একজন ঘানার, একজন অস্ট্রিয়ার ও একজন চেক প্রজাতন্ত্রের নাগরিক। এমএ
No comments:
Post a Comment