Sunday, February 8, 2015

মিছিল-পিকেটিং ও ধরপাকড়ে চলছে হরতাল:Time News

মিছিল-পিকেটিং ও ধরপাকড়ে চলছে হরতাল স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৮ ফেব্রুয়ারি, ২০১৫ ১২:১৬:০৫ নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে দেশব্যাপী ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধসহ পিকেটিং করেছে ইসলামী ছাত্রশিবির। মিছিলে বাধা দেয়ায় বেশ কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত ১১ শিবির নেতাকর্মী আহত ৭ জনকে আটক করেছে পু
লিশ। ছাত্রশিবিরের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সরকার নির্বিচারে নেতাকর্মীদের হত্যা, গুম, গুলি, নির্যাতন, বাড়ীঘর ভাংচুর ও গণগ্রেফতার চালাচ্ছে। এসব ঘটনার প্রতিবাদে সারাদেশে এ হরতাল পালন করা হচ্ছে। ঢাকা মহানগরী পূর্ব: হরতাল সফল করতে রাজধানীতে মিছিল সমাবেশ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। সকাল সাড়ে ৯টায় শাখা সেক্রেটারী সিয়াম রেজার নেতৃত্বে সবুজবাগ এলাকায় মিছিল অবরোধ করে নেতাকর্মীরা। এসময় পুলিশ হামলা চালিয়ে ২ কর্মীকে আহত ও ১ জনকে গ্রেফতার করে। ঢাকা মহানগরী দক্ষিণ: হরতাল সফল করতে রাজধানীতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। সকাল ১০টায় শাখা সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদের নেতৃত্বে একটি মিছিল রাজধানীর দনিয়া থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজপথ অবরোধ। এসময় পুলিশ হামলা চালিয়ে ৩ কর্মীতে আহত ও ২ জনকে গ্রেফতার করে। ঢাকা মহানগরী উত্তর: হরতাল সফল করতে উত্তরা ও তেজগাঁও এলাকায় মিছিল অবরোধ করে নেতাকর্মীরা। সকাল সাড়ে ৮টায় শাখা অর্থ সম্পাদকের নেতৃত্বে উত্তরা দক্ষিণ খানে ও একই সময় ইন্দ্রিরা রোডে মিছিল অবরোধ করে নেতাকর্মীরা। এসময় পুলিশ হামলা চালিয়ে ৬ কর্মীকে আহত ও ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। ঢাকা কলেজ: হরতালের সর্মথনে ঢাকা কলেজ ছাত্র শিবিরের উদ্যোগে রাজধানীতে মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টায় বাংলামোটর এলাকায় ঢাকা কলেজ শাখা সভাপতি নাজিম উদ্দিনের নেতৃত্বে মিছিল করে শাখার নেতাকর্মীরা। তিতুমীর কলেজ: নির্বিচারে ছাত্রশিবির-জামায়াতে ইসলামী ও বিরোধী নেতাকর্মীদের হত্যা, গুম, গুলি, বাড়ীঘর ভাংচুর ও গণগ্রেফতারের প্রতিবাদে ও রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধের দাবিতে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে সমর্থনে মিছিল করেছে তিতুমীর কলেজ শিবির। সকাল ৯ টায় রাজধানীর মহাখালীতে মিছিল করে শিবির। মিছিলের নেতৃত্ব দেন মহানগর শিক্ষা সম্পাদক। মিছিলে আরো উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ সভাপতি, আইএসটি সভাপতি, ঢাকা পলিটেকনিক সভাপতি। রমনা থনা জামায়াত: এদিকে রোববার সকাল ৮টায় রাজধানীর মৌচাকে মিছিল করেছে রমনা থনা জামায়াত। দলের মজলিসে শুরা সদস্য ড.মাওলানা আহসান হাবিবের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন থানা জামায়াতের সেক্রেটারী জিল্লুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য আতাউর রহমান সরকার, আব্দুল কাইয়ুম, জামায়াত নেতা মাহবুবুর রহমান, শিবির নেতা হাফেজ আশ্রাফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান ও মুরাদ হোসেন প্রমুখ। এছাড়া রোববার ভোর ৬টা থেকে রমনা এলাকায়, নয়াটোলা, মধুবাগ, মগবাজার ওয়্যারলেছসহ বিভিন্ন এলাকায় পিকেটিং করে রমনা জামায়াতের কর্মীরা। এআর


No comments:

Post a Comment