Wednesday, April 8, 2015

তরুণ টাইগারদের কাছে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা:Time News

তরুণ টাইগারদের কাছে ধরাশায়ী দক্ষিণ আফ্রিকা স্পোর্টস রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৮ এপ্রিল, ২০১৫ ১৮:৪০:০৬ বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের কাছে ধরাশায়ী হয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দল। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে জিতেছে তরুণ টাইগাররা। এদিন টস জিতে শুরু ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকার তরুণরা। কিন্তু বাংলাদেশের বোলিং তোপে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময় মাত্র ১৬০ রান সংগ
্রহ করতে পারে তারা। আব্দু গালিমের হার না মানা ৩৮ রানই দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এছাড়া ওয়ানডডাউনে মাঠে নামা টনি জি জুরজি ৩৫ রান করে আউট হন। বাংলাদেশের বোলার সালেহ আমদেম শাওন ও সঞ্জিত সাহা দুটি করে উইকেট পান। জবাবে ৪৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ওয়ানডাউনে মাঠে নামা অধিনায়ক নাজমুল হাসান ৩৯ রান নিয়ে অপরাজিত থাকেন। উদ্বোধনী জুটির পিনাক ঘোষও ৩৯ রান করে মাঠ থেকে বিদায় নেন। এছাড়া মোসাব্বেক হোসাইনের ২৭ রান উল্লেখযোগ্য। দক্ষিণ আফ্রিকার বোলার সীন আন্দ্রে ১০ ওভারে ২৬ রান দিয়ে একাই চারটি উইকেট শিকার করেন। জেডআই


No comments:

Post a Comment