Thursday, April 9, 2015

মিন্টুর মনোনয়ন বাতিল বহাল:Time News

মিন্টুর মনোনয়ন বাতিল বহাল স্টাফ রিপাের্টার টাইম নিউজ বিডি, ০৯ এপ্রিল, ২০১৫ ১২:১৮:৫৪ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর করা আপিল আবেদন খারিজ করে দিয়ে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন সুপ্রিমকোর্ট। এতে করে তিনি আর সিটি নির্বাচনে অংশগ্রহন করতে পারছেন না। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদ
স্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। বেঞ্চের অন্য তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হাসান ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে সকাল সাড়ে ৯টায় এ শুনানি শুরু হয়। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে মিন্টুর পক্ষে আপিল আবেদনটি দাখিল করেন তার আইনজীবী বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুপুরে শুনানি শেষে পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত। হাইকোর্টের আদেশের বিষয়ে স্থগিতাদেশ দেননি চেম্বার বিচারপতি। মিন্টুর পক্ষে শুনানি করেন তার আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে সোমবার (০৬ এপ্রিল) মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মিন্টুর রিট আবেদন খারিজ করে দেন বিচারপতি ফারাহ মাহবুব ও কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ। রোববার (০৫ এপ্রিল) মিন্টুর পক্ষে ওই রিট করেছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। গত ২৯ মার্চ ডিএনসিসি নির্বাচনে মেয়র পদে মিন্টুর মনোনয়নপত্র দাখিল করলেও তা বাতিল হয়। গত ১ এপ্রিল মনোনয়নপত্র বাছাইয়ের সময় আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। পরদিন ০২ এপ্রিল আইনজীবীর মাধ্যমে আপিল কর্তৃপক্ষ ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমানের কাছে আপিল করেন মিন্টু। ৪ এপ্রিল সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শুনানি শেষে আপিল আবেদন নামঞ্জুর করেন বিভাগীয় কমিশনার। ইআর


No comments:

Post a Comment