
থাকবে। গতকালের পর থেকে উত্তর প্রদেশে প্রচন্ড ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে আরো ১৮ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে ভারতে শীতে মৃতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়ালো। জৈনপুর, মির্জাপুর, বারাণসি, চাঁন্দাউলি ও গাজীপুর থেকে এসব মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতের পূর্বাঞ্চলীয় বিভিন্ন রাজ্যে তীব্র শৈত্য প্রবাহের কারণে সাধারণ মানুষ চরম দূর্ভোগে পড়েছে। মুজাফফনগর, শাহজাহানপুর ও লখনৌতে তাপমাত্রা সবচেয়ে কম। এসব অঞ্চলে তাপমাত্রা ২.২ থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। কর্তৃপক্ষ শহরের বিভিন্ন স্থানে জন দুর্ভোগ হ্রাসে রাতে আশ্রয় কেন্দ্রের ব্যবস্থা করেছে। তবে দরিদ্রপীড়িত বিশাল জনগোষ্ঠীর জন্য এ প্রচেষ্টা খুবই সামান্য। আবহাওয়া দপ্তর জানায়, ঘন কুয়াশার কারণে ৫০০মিটারের বেশী দূরে কিছু দেখা না যাওয়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের প্রায় ১২টি ফ্লাইট বিলম্বিত হয়। এ ছাড়া দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দিল্লীগামী অর্ধ শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়। ইন্দিরা গান্ধী বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে ফ্লাইট চলাচল ব্যাহত হয়। অনেক ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে যাত্রীদের দূর্ভোগ পোহাতে হয়। এমএ
No comments:
Post a Comment