Sunday, December 28, 2014

এবার যুবদল সভাপতি আলাল গ্রেপ্তার:RTNN

এবার যুবদল সভাপতি আলাল গ্রেপ্তার নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তারের একদিনের মাথায় লালমাটিয়ার নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সোমবার সারাদেশে ২০ দলের সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণার পর ধরপাকড়ের মধ্যে ‘নাশকতা চেষ্টার’ অভিযোগে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে
মোয়াজ্জেম হোসেন আলালের লালমাটিয়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়ন্দা পুলিশের একটি দল। গ্রেপ্তারের পর তাকে মোহাম্মদপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্নস্থানে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছেন- এমন তথ্যের ভিত্তিতে আলালকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক। তিনি বলেন, ‘তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টির গোপন পরিকল্পনার খবর রয়েছে। এই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’ রাত সোয়া ১১টার দিকে আলালকে বাসা থেকে পুলিশ তুলে নিয়ে যায় বলে জানান তার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। অবশ্য তিনি তুলে নেওয়ার কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। গত ২৫ অক্টোবর একই বাসায় অভিযান চালিয়ে তাকেসহ ৬৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে রাজধানীর বকশিবাজার এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ এবং এক এমপির ওপর হামলার ঘটনার একদিন পর শুক্রবার ভোরে গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়। মন্তব্য      


No comments:

Post a Comment