Thursday, November 27, 2014

বিক্ষোভে অংশ নেয়ায় মিশরে ৭৮ কিশোরকে কারাদণ্ড:RTNN

বিক্ষোভে অংশ নেয়ায় মিশরে ৭৮ কিশোরকে কারাদণ্ড আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন কায়রো: মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুসরিকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভে অংশ নেয়ায় ৭৮জন অপ্রাপ্ত বয়স্ককে ২ বছর থেকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। বুধবার আলেকজান্দ্রিয়ার একটি আদালত  এসব কিশোরদের সাজা দেয়। তাদের বয়স ১৩-১৭ বছর। গত তিন মাসে বিভিন্ন সময় ইসলামী ব্রাদারহুড আয়োজিত বিক্ষোভে তারা অংশ
নিয়েছিলেন। মুরসিকে উৎখাতের পর দেশটির স্বৈরাচার সরকার হাজার হাজার গণতন্ত্রপন্থীকে হত্যা এবং কারাবন্দি করেছে। জাতিসংঘ একে ‘সাম্প্রতিক ইতিহাসে নজিরবিহীন’ বলে মন্তব্য করেছে। মিশরের স্বৈরাচার সরকার দেশটির বৃহত্তম রাজনৈতিক দল ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী সংগঠন’ বলে ঘোষণা করেছে যে সংগঠনটি স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর প্রতিটি নির্বাচনে জয়লাভ করে আসছিল। সূত্র: এএফপি, রয়টার্স মন্তব্য pay per click    

No comments:

Post a Comment