
কভাবে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, যে কোনো বাধা উপেক্ষা করে আগামীকাল (বৃহস্পতিবার)১ জানুয়ারি দেশের প্রতিটি স্কুলে পাঠ্যপুস্তক উৎসব হবে। শিক্ষা মন্ত্রণালয় গত পাঁচ বছরের ন্যায় এবারও বছরের প্রথম দিনে বিনামূল্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সকল ছাত্রছাত্রীর হাতে বই তুলে দেয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪ কোটি ৪৪ লাখ ৫২ হাজার ৩৭৪ জন শিক্ষার্থীর হাতে ৩২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৯২৩টি বই দেয়া হবে। মন্ত্রী বই উৎসবের সাথে যুক্ত সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে বই উৎসব পালনে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান। এআর
No comments:
Post a Comment