Thursday, January 1, 2015

বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী:Time News

বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০১ জানুয়ারি, ২০১৫ ০৯:১০:৩২ সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। শিক্ষা, ঐক্য, প্রগতি এই শ্লোগানকে সামনে রেখে ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নামে সংগঠনটি প্রতিষ্ঠিত করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি বুধবা
র রাত ১২টা ১ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে কেককাটা হয়েছে। বৃহস্পতিবার সকালে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেছে দলটির নেতাকর্মীরা। এছাড়াও র‌্যালি, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে দিনটি উপলক্ষে। জানা যায়, জিয়াউর রহমান ১৯৭৮ সালে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তখন তিনি ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করার জন্য এর একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা অনুভব করেন। তাই তিনি ১ জানুয়ারি ১৯৭৯ সালে কেন্দ্রীয়ভাবে ছাত্রদল নামক সহযোগী সংগঠনটি প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমানের জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে অনেক তরুণ সেই দিন অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যোগদান করেন। বর্তমানে যারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের মধ্যে অনেকেই ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশে সকল গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা পালন করে আসছে। বর্তমানে সংগঠনটির হাল ধরেছেন সর্বশেষ অনুমোদিত ছাত্রদল কমিটির সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক মো. ইসহাক সরকার। এআর


No comments:

Post a Comment