Wednesday, January 21, 2015

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা :Natun Barta

ঝালকাঠি: ধর্মীয় অনুভূতিতে আঘাতের এক মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ফটোগ্রাফার মজিদ আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঝালকাঠির একটি আদালত।   বুধবার দুপুরে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহীদুল ইসলাম এ আদেশ দেন।   হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।     ঝালকাঠী আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট বনি আমিন বাদী হয়ে গত ৯ অক্টোবর তথ্য, ছবি
এবং কার্টুন প্রকাশের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এবং সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টির অভিযোগে জেষ্ঠ্য বিচারিক হাকিমের আদালতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ফটো সাংবাদিক মজিদ খানের বিরুদ্ধে ঝালকাঠীর একটি আদালতে এ মামলা করেন।   বাদীর আইনজীবী এম আলম খান কামাল এপিপি জানান, ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর প্রথম আলোর আলপিনে মহানবীকে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টন প্রকাশ, ২০১৩ সালের ১১ মার্চ বর্তমান সরকারকে আল্লাহর সঙ্গে তুলনা করা এবং গত জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের ছবিতে ফটোশপের মাধ্যমে সিঁদুর পরিয়ে প্রকাশ করে। এ অভিযোগে গত ৯ অক্টোবর এ মামলাটি করা হয়।   বিচারক শাহীদুল ইসলাম মোকদ্দমাটি আমলে নিয়ে প্রথম আলো সম্পাদক এবং ফটো সাংবাদিক বিরুদ্ধে সমন জারি করে আগামী ২২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ রেখেছেন, জানান আইনজীবী এম আলম খান কামাল।   মামলার বাদী অ্যাডভোকেট বনি আমিন বাকলাই বলেন, “প্রথম আলোতে প্রকাশিত সংবাদ, কার্টুন এবং ছবি কেবল ধর্মীয় অনুভূতিতে আঘাতই করেনি, বরং এতে ধর্মীয় উন্মাদনাও সৃষ্টি হয়েছে। তাই একজন  মুসলমান হিসেবে আমি এ মামলাটি করেছি। আদালতের এ আদেশে আমি সন্তুষ্ট প্রকাশ করেছি।”   প্রসঙ্গত, দণ্ডবিধি ২৯৫ এবং ২৯৮ ধারায় দায়ের হওয়া এ মোকদ্দমার অভিযোগ প্রমাণ হলে সবোর্চ্চ দুই বছর সাজার বিধান রয়েছে।   নতুন বার্তা/এএস/জবা


No comments:

Post a Comment