যুবলীগকে ‘শ্রেষ্ঠ’ ঘোষণার সমাবেশেই মারামারি নিজস্ব প্রতিনিধি আরটিএনএন চট্টগ্রাম: যুবলীগকে বাংলাদেশের রাজনীতির ‘শ্রেষ্ঠ’ সংগঠন বলে ঘোষণা দেয়া সমাবেশেই নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের এই সহযোগী সংগঠন। যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বন্দর নগরীর জিইসি মোড়ের একটি কনভেশন সেন্টারে ‘যুব জাগরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের স
াধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘সময়ের পরিক্রমায় যুবলীগ আজ বাংলাদেশের যুবকদের শ্রেষ্ঠ সংগঠন।’ অথচ দুপুরে এই সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন সময় কর্মীদের সামলাতে নেতাদের হিমশিম খেতে দেখা গেছে। বিভিন্ন নেতার অনুসারীদের মধ্যে হাতাহাতি, চেয়ার নিয়ে তেড়ে যাওয়া ও সম্মেলন কেন্দ্রের আয়না দিয়ে তৈরি দরজা ভাঙ্গার ঘটনা ঘটেছে প্রকাশ্যে। অনুষ্ঠানের শুরুতে আগ্রাবাদ, লালখান বাজার ও পাহাড়তলী ওয়ার্ড যুবলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে ঢোকে। এরপর তারা নিজ নিজ ওয়ার্ডের ব্যানার মঞ্চের পাশে রাখার প্রতিযোগিতায় নামলে এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। এক পক্ষ চেয়ার নিয়েও তেড়ে যায় অন্য পক্ষের দিকে। এ সময় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, চট্টগ্রাম নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু ও যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিশৃঙ্খলার বিষয়টি যুবলীগের চেয়ারম্যানের বক্তব্যেও এসেছে। নিজের সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, ‘এই যে আজকের অনুষ্ঠান। এত অর্জন। তারা (গণমাধ্যম) লিখবে, কোথায় একটু ধাক্কাধাক্কি হয়েছে সেটা।’ তিনি বলেন, ‘আমি মনে করি সমালোচনা প্রশংসার নামান্তর। কিন্তু তাদের কাছে শুধু বিসর্জন পাবেন, অর্জন পাবেন না। নেতিবাচক সংবাদই তাদের কাছে সংবাদ, ইতিবাচকটা নয়।’ মন্তব্য pay per click
No comments:
Post a Comment