Sunday, November 23, 2014

যশোরে পৌর কাউন্সিলর আ.লীগ নেতাকে গুলি করে হত্যা:RTNN

যশোরে পৌর কাউন্সিলর আ.লীগ নেতাকে গুলি করে হত্যা নিজস্ব প্রতিনিধি আরটিএনএন যশোর: যশোরের অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও পৌরসভার কাউন্সিলর মোল্লা ওলিয়ার রহমানকে (৫৫)  গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সকালে উপজেলার গুয়াখোলা গ্রামের জামে মসজিদের পাশে এ হামলার ঘটনা ঘটে। মোল্লা ওলিয়ার রহমানের বাড়ি গুয়াখোলা গ্রামে। এছাড়া তিনি উপজেলা শ্রমিক সমন্বয় পরিষদেরও সভাপতি ছিলেন। অভয়নগর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়েরুদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পর কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে একটি গুলি তার পেটে লাগে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা এ হামলার ঘটনা ঘটিয়েছে ওসি তা জানাতে পারেননি। মন্তব্য pay per click    

No comments:

Post a Comment