Wednesday, February 25, 2015

মান্নাকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছে র‌্যাব, ডিবিতে হস্তান্তর:Time News

মান্নাকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছে র‌্যাব, ডিবিতে হস্তান্তর স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৫ ফেব্রুয়ারি, ২০১৫ ০৮:৫২:৪৫ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, মান্নাকে র‌্যাব আটক করেছিল। রাত ১২টার পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে। র
‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, মান্নাকে ভোরে তার বাসা থেকে আটক করা হয়। এরপর তাকে র‌্যাব সদরদপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে গুলশান থানার এসআই সোহেল রানা সেনা বিদ্রোহে উসকানি দেয়ার অভিযোগে মান্নার বিরুদ্ধে ১৩১ ধারায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি মান্নাকে গতকাল সোমবার গভীর রাতে বনানীতে তাঁর এক আত্মীয়ের বাসা থেকে আটক করে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এর দায় নেননি। এ নিয়ে আজ দুপুর সাড়ে ১২টার দিকে মান্নার ভাইয়ের স্ত্রী বেগম সুলতানা বাদী হয়ে একটি জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, গতকাল রাত তিনটার দিকে ডিবি পরিচয় দিয়ে চার থেকে পাঁচজন ব্যক্তি মান্নাকে মাইক্রোবাসে করে নিয়ে যান। এর আগে সকাল ১১টার দিকে মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে অপপ্রচার বন্ধ ও তার সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নাগরিক ঐক্য। মান্নাকে আইনশৃঙ্খলা বাহিনীই আটক করেছে বলে দাবি করেন নাগরিক ঐক্যের নেতারা। পরে সংগঠনটির পক্ষ থেকে মাহমুদুর রহমান মান্নাকে ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির করানোর জন্য রিট চেয়ে আবেদন করা হয়েছে। সম্প্রতি মান্নার সাথে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির টেলিফোন আলাপের অডিও গণমাধ্যমে ফাঁস হয়ে যায়। এরপর থেকে সরকার ও ক্ষমতাসীন দলের পক্ষ থেকে ব্যাপক প্রতিক্রিয়া আসে। অল্প সময়ের ব্যবধানে রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অন্তত ৩০টি জিডি করা হয়। তাকে গণধোলাই দেয়ার হুমকি দেয় ছাত্রলীগ। এছাড়া মান্নাকে গ্রেফতারের দাবি ওঠে সংসদ ও মন্ত্রিসভায়। ফোনালাপের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিলেও তার আগেই তাকে বাসা থেকে তুলে নেয়া হয়।   ইআর  


No comments:

Post a Comment