প্রাথমিক সমাপনী পরীক্ষা আজ শুরু স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৩ নভেম্বর, ২০১৪ ০৮:৪৩:৫২ প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আজ রোববার সকাল ১১টা থেকে শুরু হচ্ছে। সারাদেশে ছয় হাজার ৭৯১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর পরীক্ষায় অংশ নিচ্ছেমোট ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ ও ইবতেদায়ি সমাপনীতে তিন লাখ পাঁচ হাজার ৭২১ জন। প্রতিটি পর
ীক্ষা বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রাথমিক সমাপনীর জন্য দেশের বাইরে ১১টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে। মোট ছয়টি বিষয়ে পরীক্ষা নেয়া হবে। প্রতি বিষয়ে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শেষ হবেআগামী ৩০ নভেম্বর। পরীক্ষার বিস্তারিত সময়সূচি: প্রাথমিক সমাপনীতে ২৩ নভেম্বর ইংরেজি, ২৪ নভেম্বর বাংলা, ২৫ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৬ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৭ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ২৮ নভেম্বর গণিত পরীক্ষা হবে। ইবতেদায়ি সমাপনীতে ২৩ নভেম্বর ইংরেজি, ২৪ নভেম্বর বাংলা, ২৫ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৬ নভেম্বর আরবি, ২৭ নভেম্বর কোরান ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ্, ৩০ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইআর
No comments:
Post a Comment