Saturday, February 14, 2015

গুগল ডুডুলে বিশ্বকাপ ক্রিকেট:Time News

গুগল ডুডুলে বিশ্বকাপ ক্রিকেট স্পোর্টস ডেস্ক টাইম নিউজ বিডি, ১৪ ফেব্রুয়ারি, ২০১৫ ০০:২০:২৯ ক্রিকেট বিশ্বকাপে মাতছে ক্রিকেট দুনিয়া। লাখ লাখ ক্রিকেট প্রেমীর সব কিছু কেন্দ্রে এখন ক্রিকেটের এ মহাযজ্ঞ। সেখানে বাদ যায়নি পৃথিবীর জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। নিজেকে ক্রিকেটময় করে সাজিয়েছে। গুগল সার্চ খুললেই দেখা মিলছে ক্রিকেট মাঠের নানান দৃশ্য। একজন বোলিং করছেন। ব্যাট হাতে একজন ছক্কা হাঁকাচ্ছেন। আরেক জনের স্ট
াইল চার মারার। উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যায় আরেকজনকে। দুর্দান্ত ফিল্ডিংয়ের সঙ্গে তুলে ধরা হয়েছে আম্পায়ারের আউট দেয়ার দৃশ্য। সর্বপ্রথম ১৯৭৫ সালে আয়োজন করা হয় ক্রিকেট বিশ্বকাপের। এবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতার ১১তম আসর। সেটাকে তুলে ধরতেই ডুডুলে এমন আয়োজন করেছে গুগল। মাঝে মাঝেই বিশ্বের চোখে খুব গুরুত্বপূর্ণ অথবা আগ্রহের বিষয়ে নিয়ে গুগুলের চালচিত্র সাজানো হয়। গুগুল সার্চ ইঞ্জিন খুললেই, ঠিক মাথার উপর দেখা যায় সেই চালচিত্র। পরিভাষায় যাকে বলে ডুডুল। সেই ডুডুলে চলতি বছর এই প্রথম ঠাঁই পেল ক্রিকেট। গত মাসে মোট পাঁচবার গুগুল ডুডুলে সাজ পরিবর্তন হয়েছিল। চলতি মাসে এটাই প্রথম। ১৯৯৮ সালে প্রথমবার গুগুল ডুডুল ব্যবহার করা হয়। জেডআই


No comments:

Post a Comment