Tuesday, February 3, 2015

কুমিল্লা বোমায় পুড়ে নিহত ৭ :Natun Barta

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রলবোমায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন সাতজজন। আহত হয়েছেন ১৬ জন। এদের ১১ জনই আগুনে দগ্ধ হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার জগমোহনপুর এলাককায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। কক্সবাজার থেকে ঢাকামুখী ‘আইকন পরিবহন’ এর একটি বাস জগমোহনপুর এলাকায় পৌঁছলে তাতে দুবৃত্তরা পেট্রোলবোমা ছুঁড়ে মারে বলে জানান
কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মনির হোসেন। কুমিল্লা ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আহতদের উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে দগ্ধ ১১জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে। এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে একজন নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন বলে জানান এক প্রত্যক্ষদর্শী। আগুনে পুড়ে তাদের চেহারা বিকৃত হয়ে গেছে। চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম চক্রবর্তী বলেন,“ দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।” নতুন বার্তা/এসএমএম


No comments:

Post a Comment