Wednesday, May 20, 2015

ম্যান বুকার পেলেন হাঙ্গেরির লাসলো:আরটিএনএন

ম্যান বুকার পেলেন হাঙ্গেরির লাসলো আন্তর্জাতিক ডেস্ক আরটিএনএন লন্ডন: বিশ্ব সাহিত্যের সম্মানজনক ষষ্ঠ ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার’ জিতেছেন হাঙ্গেরির কল্পলেখক লাসলো ক্রাসনাহরকাই। মঙ্গলবার রাতে লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট জাদুঘরে এক অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়। সারা বিশ্বের ১০ জন লেখকের সংক্ষিপ্ত তালিকা থেকে হাঙ্গেরীয় ভাষার এই লেখককে এবারের বিজয়ী হিসেবে বাছাই করা হয়েছ
ে। সারা বিশ্বের লেখকদের জন্য উন্মুক্ত ‘ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার’ দুই বছর পর পর দেওয়া হয়। এই পুরস্কারটির ক্ষেত্রে লেখকের নির্দিষ্ট কোনো সাহিত্যকর্ম বিবেচনা করা হয় না। পুরস্কারের অর্থমূল্য ৬০,০০০ (বাংলাদেশি টাকায় ৭২ লাখ ৮৪ হাজার) ব্রিটিশ পাউন্ড। ক্রাসনাহরকাই ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালে ‘স্যাটানট্যাঙ্গো’ প্রকাশিত হয়। এই বই দিয়ে তিনি ১৯৯৪ সালে লাইমলাইটে আসেন। এছাড়া তিনি ‘দ্য মেলানচলি অব রেসিসটেন্স (১৯৮৯)’, ‘ওয়ার অ্যান্ড ওয়ার (১৯৯৯)’ ও ‘সেইবো দেয়ার বিলো (২০০৮)’ বইয়ের রচয়িতা। এর আগে ম্যান বুকার ইন্টারন্যাশনাল জিতেছেন অ্যালিস মুনরো (২০০৯), ফিলিপ রথ (২০১১) ও রেডিয়া ডেভিস (২০১৩)। সূত্র: বিবিসি মন্তব্য      

No comments:

Post a Comment