Wednesday, January 21, 2015

জঙ্গিবাদের আন্দোলন করছেন খালেদা: প্রধানমন্ত্রী:RTNN

জঙ্গিবাদের আন্দোলন করছেন খালেদা: প্রধানমন্ত্রী নিউজ ডেস্ক আরটিএনএন ঢাকা: রাজনৈতিক আন্দোলন নয়, খালেদা জিয়া জঙ্গিবাদের আন্দোলন করছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে তিনি বলেন, ‘আমি জীবিত থাকতে দেশে জঙ্গিবাদের সৃষ্টি হতে দেব না।’ শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে ও ঘোষণায় যে আন্দোলন চলছে তা সন্ত্রাসী জঙ্গিবাদী কার্যক্রম। বাংলাদেশে কোনো জঙ
্গির স্থান থাকবে না। বিশ্বের নেতারাও এই জঙ্গিবাদের বিরুদ্ধে। তিনি দাবি করেন, ছাত্রদলের যে কর্মী বোমা হামলা করতে গিয়ে মারা পড়েছে তা তার জঙ্গিবাদী কার্যক্রমের জন্যই। আর এটা বিএনপি নেত্রীর নির্দেশেই হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে তার সরকার সহনশীলতার সঙ্গে এগুচ্ছে। কারণ সরকার দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। তিনি দাবি করেন, ‘আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য আর খালেদা জিয়ার রাজনীতি তার ব্যক্তিগত স্বার্থের জন্য। তিনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে চান বলেই দেশ জুড়ে এখন জঙ্গিবাদী কার্যক্রম শুরু করেছেন।’ সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে শেখ হাসিনা বলেন, ‘আমি থাকতে দেশে জঙ্গিবাদ সৃষ্টি হতে দেব না।’ অবরোধে নাশকতার শিকার নিরীহ মানুষের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘কোনো জাতীয় ইস্যু নয়। ব্যক্তিগত কারণে উনি (খালেদা) খুন করে যাচ্ছেন। খুনির বিচার যা হওয়া উচিত, সেই বিচার হবে।’ এ সময় বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী  আরো বলেন,‘সময় হলে নির্বাচন হবে, তার জন্য প্রস্তুতি নিন। আপনার ভুলের খেসারত এ দেশের জনগণ দেবে না।’ মন্তব্য নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: বলপ্রয়োগ,সহিংস ও অগণতান্ত্রিক আচরণ পরিহার করে শান্তিপূর্ণ উপায়ে সমঝোতার পথ অনুসন্ধানে বড় দ . . . বিস্তারিত নিজস্ব প্রতিবেদকআরটিএনএনঢাকা: রাজধানী ঢাকার শাহবাগ মোড়ে পুলিশের গুলিতে নুর হোসেন (২৫) নামে এক যুবক আহত হয়েছেন।সোমবার রাত . . . বিস্তারিত            


No comments:

Post a Comment