Monday, May 4, 2015

দুবাইয়ে অবৈধদের আটকে অভিযান, ভোগান্তিতে বৈধরাও:টাইমনিউজ

দুবাইয়ে অবৈধদের আটকে অভিযান, ভোগান্তিতে বৈধরাও সৌদি করে টাইম নিউজ বিডি, ০৪ মে, ২০১৫ ১০:৪২:২২ সংযুক্ত আরব আমিরাতের দুবাই জুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে দেরা দুবাইয়ের বাংলা বাজার, চায়না মার্কেট, বাংলা চ্যানেল, ফিস মার্কেট হতে এই পর্যন্ত ১ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে নিরাপত্তা কর্তৃপক্ষ। আটককৃত অবৈধ অভিবাসীদের দুবাই, আল আবির, আল বারাহা, আল মুরাক্কাবাদসহ বিভিন্ন কারাগারে রাখা হয়েছে। স
ূত্র জানায়, কয়েকদিন আগে দুবাই বাংলা চ্যানেল নামক স্থানে অবৈধ কাজে লিপ্ত থাকার সময় কিছু বাংলাদেশিকে আটক করার চেষ্টা করা হয়। এসময় পুলিশের সঙ্গে ওই সব বাংলাদেশির ধস্তাধস্তির ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশের এক কর্মকর্তাকে আহত করে পালিয়ে যায় তারা। এরপর ২ মে দুবাই নিরাপত্তা কর্তৃপক্ষ দেরা বাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দেড় শতাদিক বৈধ-অবৈধ অভিবাসীদের আটক করে আল আবির কারাগারে নিয়ে যায়। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, কিছু লোকের অবৈধ কাজের কারণে অনেক বৈধ প্রবাসীরাও হয়রানির শিকার হচ্ছেন। কতিপয় লোকের অনৈতিক কার্যকলাপের জন্য বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।    এআর

No comments:

Post a Comment