Monday, May 4, 2015

শেখ হাসিনাকে আরো কঠোর হতে বললেন সুরঞ্জিত:আরটিএনএন

শেখ হাসিনাকে আরো কঠোর হতে বললেন সুরঞ্জিত নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখহাসিনাকে আরো কঠোর সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত। তিনি সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমির আলোচনায় এ অনুরোধ করেন। সুরঞ্জিত বলেন, ‘আমাদের নেত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার অস
াম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাজনীতির ক্ষেত্রে অবিসংবাদিত নেত্রী। গণতান্ত্রিক রাজনীতি রক্ষার সময় এসেছে। আপনাকে আরো কঠিন ও কঠোর সিদ্ধান্ত নিতে হবে। এ ব্যাপারে কোনো আপস করার সুযোগ নাই।’ তিনি বলেন, ‘আল-কায়েদা নেতা ওমর যে হত্যাকাণ্ডের দায় নিয়েছে, তাতে স্পষ্ট বোঝা যায়, বাংলাদেশে জাতীয় সন্ত্রাস ঢুকে পড়েছে। এখান থেকে বেরিয়ে আসতে অসাম্প্রদায়িক রাজনীতির কোনো বিকল্প নেই।’ প্রবীণ এই নেতা বলেন, ‘যুক্তরাষ্টে বাংলাদেশ নিয়ে যে শুনানি হয়েছে, তা অনেকে অনেকভাবে নিয়েছে। তবে আমি এটিকে অন্যভাবে দেখেছি। সেটা হলো- সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের অবস্থান এক ও অভিন্ন।’ তিনি বলেন, ‘এখন যুক্তরাষ্ট্রকেই সিদ্ধান্ত নিতে হবে ধর্মীয় উগ্রবাদী জামায়াত ও সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে এই সন্ত্রাস দমন করবেন, নাকি সেক্যুলার ডেমোক্রেটিক রাজনীতিতে বিশ্বাসীদের নিয়ে তা করবেন?’ সুরঞ্জিত বলেন, ‘বিএনপির রাজনীতিতে মূল সংকট এখন খালেদা জিয়া ও তারেক রহমান। সিটি নির্বাচনের প্রার্থী দাঁড় করালেন শত বুদ্ধিজীবী। আর প্রত্যাহার করালেন মওদুদ বুদ্ধিজীবী। খায়-দায় নজীর উদ্দী মোটা হয় জব্বার।’ তিনি বলেন, ‘আপনি প্রত্যাহার করেছেন কিন্তু বিএনপির জনগণ কি তা প্রত্যাহার করেছে? করলে ৯ লাখ ভোট পেলেন কিভাবে? আমরা পেয়েছি ১২ লাখ আর আপনারা পেয়েছেন ৯ লাখ। এখন ভোট হয়নি বললেই কি হবে?’ সভায় ডা. এনামুল হক সেলিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায়, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ। মন্তব্য      

No comments:

Post a Comment