Monday, May 4, 2015

বিদেশি উদ্ধারকর্মীদের ফিরে যেতে বললো নেপাল:টাইমনিউজ

বিদেশি উদ্ধারকর্মীদের ফিরে যেতে বললো নেপাল আন্তার্জাতিক ডেস্ক টাইম নিউজ বিডি, ০৪ মে, ২০১৫ ১৮:০৫:২৩ আট দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পেবিধ্বস্ত নেপাল থেকে বিদেশি উদ্ধারকর্মীদের ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেদেশটির কর্তৃপক্ষ। সোমবার নেপালের তথ্যমন্ত্রী মিনেন্দ্র রিজালের বরাত দিয়ে এ কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। মিনেন্দ্র বলেন, রাজধানী কাঠমান্ডু ও অন্যান্য অঞ্চলে বড় পরিসরের উদ্ধার কাজ শেষ
হয়েছে। এখন বাকিটা স্থানীয় কর্মীরাই শেষ করতে পারবে। তবেবিদেশি স্বেচ্ছাসেবকরা চাইলে প্রত্যন্ত গ্রাম ও পাহাড়ি এলাকায় স্থানীয়পুলিশ ও সেনাসদস্যদের সঙ্গে উদ্ধার কাজে অংশ নিতে পারবে বলেও এসময় জানানতিনি। ২৫ এপ্রিল প্রলয়ংকারি ভূমিকম্পে কেঁপে ওঠার পর নেপালে জরুরিসহায়তা দিতে ৩৪টি দেশের ৪ হাজার ৫০ জন উদ্ধারকর্মী এসে কাজ শুরু করেদেশটিতে। এদিকে, প্রাকৃতিক এ দুর্যোগের ফলে দেশটিতে নিহতের সংখ্যা ৭হাজার দুইশ’ ৭৬ জনে গিয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখনও নিখোঁজ রয়েছেআরও কয়েক হাজার বলে জানা গেছে। নিহতের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী সুশিল কৈরালা। এছাড়া এ দুর্ঘটনায় ১৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। সেই সঙ্গে প্রায় দুই লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। জেআই  

No comments:

Post a Comment