পিন্টুর মৃত্যু তদন্তে কারা কর্তৃপক্ষের কমিটি গঠন নিজস্ব প্রতিনিধি আরটিএনএন রাজশাহী: বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর মৃত্যুর ঘটনা তদেন্ত তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রবিবার রাতে ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন) গোলাম হায়দারকে প্রধান করে কারা অধিদপ্তর এই তদন্ত কমিটি গঠন করে। কমিটির অন্য দুই সদস্য হলেন- কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মিজানুর রহ
মান ও ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ইকবাল চৌধুরী। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার শফিকুল ইসলাম খান খবরের সত্যতা নিশ্চিত করেছেন। অবশ্য এ ঘটনায় অন্যতম অভিযুক্তও তিনিই। শফিকুল বলেন, ‘বিএনপির নেতার মৃত্যুর ঘটনা তদন্ত করার জন্য ঢাকা থেকে তদন্ত কমিটির সদস্যরা রাজশাহী আসছেন।’ সোমবার থেকে আগামী ৭ মে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলেও জানান শফিকুল ইসলাম খান। উল্লেখ্য, উল্লেখ্য, কারাবন্দী বিএনপি নেতা নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু গতকাল রবিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, নাসিরউদ্দিন পিন্টুকে আজ দুপুর ১২টা ১০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পিন্টু তখনই মৃত ছিলেন। পিন্টুর পরিবারের সদস্যরা অভিযোগ করছেন, কারা কর্তৃপক্ষের অবহেলায় পিন্টুর মৃত্যু হয়েছে। বিএনপিও একই অভিযোগ করেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ডা. রইস উদ্দিন জানিয়েছিলেন যে কারাগার থেকে রামেক হাসপাতালের পরিচালকের কাছে বিশেষজ্ঞ চিকিৎসক চেয়ে চিঠি পাঠানো হয়েছিল। সে অনুযায়ি তিনি শনিবার কারাগারে পিন্টুর চিকিৎসার জন্য গেলেও সিনিয়র জেল সুপার তাকে পিন্টুর চিকিৎসা করতে দেননি। মন্তব্য
No comments:
Post a Comment