Saturday, May 23, 2015

মুজাহিদের সঙ্গে না.গঞ্জ কারাগারে আইনজীবীদের সাক্ষাৎ:আরটিএনএন

মুজাহিদের সঙ্গে না.গঞ্জ কারাগারে আইনজীবীদের সাক্ষাৎ নিজস্ব প্রতিবেদক আরটিএনএন নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ কারাগারে বন্দি জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার আইনজীবীরা। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুজাহিদের আপিলের যুক্তিতর্ক ২৪ মে রবিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষেই তার সঙ্গে আইনজীবীদের এ সাক্ষাৎ। শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে তিন আইনজীবী নারায়ণগঞ্জ কারাগ
ারে প্রবেশ করেন। সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের নেতৃত্বে তিন সদস্যের আইনজীবীদের দলটি মুজাহিদের সঙ্গে দেখা করেন। অপর দু’জন হলেন— অ্যাডভোকেট নাজিবুর রহমান ও এহসান সিদ্দিকী। বেলা ১১টা ১০ মিনিটে তারা বের হয়ে সাংবাদিকদের জানান, ২৪ মে আপিলের যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। এজন্য দিক নির্দেশনা নিতেই তারা কারাগারে এসেছিলেন। তবে এ ব্যাপারে নারায়ণগঞ্জ কারা কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি। এর আগে গত ২৯ এপ্রিল এবং ৪, ৫, ৬ ও ১৭ মে  মুজাহিদের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ১১ আগস্ট মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন মুজাহিদের আইনজীবীরা। ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদের বিরুদ্ধে আনিত রাষ্ট্রপক্ষের ৭টি অভিযোগের মধ্যে ৫টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। মন্তব্য      

No comments:

Post a Comment