'ভূরাজনীতির কৌশলের কারণে উপেক্ষিত বাংলাদেশ' স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ০৫ মে, ২০১৫ ০৯:১১:৫২ বাংলাদেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের আইনের শাসন, মানবাধিকার ও গণতন্ত্র চরম হুমকির মুখে। সাংবিধানিক প্রথা ও প্রতিষ্ঠান প্রায় অকার্যকর। ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতায়নে শাসন ব্যবস্থা পর্যুদস্ত। এ পরিস্থিতি উত্তরণে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের যথাযথ ভূমিকা গ্রহণ জরুরি। গত রোববার যুক্তরাষ্ট্রের হার্ভ
ার্ড ইউনিভার্সিটির বেরন হলে অনুষ্ঠিত ওয়াচ ডেমোক্রেসি অ্যান্ড ডেভলপমেন্ট আয়োজিত ‘অনসল্ট অন হিউম্যান রাইটস, পলিটিক্যাল ফ্রিডম : ক্যান ডেমোক্রেসি সার্ভাইভ ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা একথা বলেন। ওয়াচ ডেমোক্রেসি অ্যান্ড ডেভলপমেন্টের আহবায়ক কাজী নুরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডার ডালসন কলেজের ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজের অধ্যাপক ড. আবিদ এস বাহার ও সফটওয়ার ইঞ্জিনিয়ার তানভীর নওয়াজ। এতে অতিথি আলোচক ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ও বিশ্বব্যাংকের প্রাক্তন অর্থনীতিবিদ ড. এম ওসমান ফারুক, সাংবাদিক ও ইউএনসিএ সদস্য মুশফিকুল ফজল আনসারী, সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, ইইউএমএএসএস-এর অধ্যাপক ড. খন্দকার ই করিম, সৈয়দ বদরে আলম ও সোহরাব খান। মডারেটরের দায়িত্ব পালন করেন আজাদ খান। সেমিনারের মূল প্রবন্ধে বাংলাদেশের মানবাধিকার লংঘন, গণতন্ত্র ও ভোটাধিকার হরনের তথ্যভিত্তিক বিস্তারিত চিত্র তুলে ধরেন অধ্যাপক ড. আবিদ এস বাহার ও সফটওয়ার ইঞ্জিনিয়ার তানভীর নওয়াজ। পরিস্থিতি উত্তরণে ও পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে কিছু সুনির্দিষ্ট সুপারিশমালা পেশ করেন। এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন তারা। ড. উসমান ফারুক তার বক্তব্যে বলেন, মানবাধিকার হরণের সর্বশেষ উদাহরণ হচ্ছেন বিএনপি নেতা নাসির উদ্দিন আহম্মেদ পিন্টু। অত্যাচার, নির্যাতন ও চিকিৎসার অভাবেই নিহত হয়েছেন তিনি। পিন্টুসহ সব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের দাবি করেছেন তিনি। বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বের ভূরাজনীতির মারপ্যাচে পড়েছে মন্তব্য করে তিনি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ভূরাজনীতির কৌশলের কারণে আন্তর্জাতিক বিশ্ব ১৬ কোটি মানুষের মানবাধিকারকে উপেক্ষা করতে পারে না। এএইচ
No comments:
Post a Comment