Monday, June 22, 2015

আফগান সংসদ ভবনে সন্ত্রাসী হামলা:টাইমনিউজ

আফগান সংসদ ভবনে সন্ত্রাসী হামলা আন্তর্জাতিক ডেস্ক টাইম নিউজ বিডি, ২২ জুন, ২০১৫ ১৩:২১:৩৮ আফগানিস্তানের সংসদ ভবনে সন্ত্রাসী হামলা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। সোমবার দুপুর সোয়া ১২টায় এ খবর জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এদিকে, সংবাদমাধ্যমগুলো জানায়, আফগান সংসদ ভবনে  সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের তুমুল গুলি বিনিময়ের ঘটনা ঘটে। তালেবান এ ঘটনার দায় স্বীকার করেছে।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক টুইটার বার্তায় জানান, হামলার সময় অনেক মুজাহিদ আফগান সংসদ ভবনের ভেতরে ঢুকে পড়ে। তিনি বার্তায় বলেন, এ হামলা তখনই চালানো হয়, যখন প্রতিরক্ষামন্ত্রী আস্থা ভোটের জন্য তার বক্তব্য উপস্থাপন করছিলেন। তবে নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে এ তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। অপরদিকে, একটি বার্তা সংস্থা জানায়, আমরা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। অপরদিকে, লাইভ টেলিভিশন সম্প্রচারে দেখা যায়, সংসদ সদস্যরা সংসদ ভবন থেকে দৌড়ে বাইরে বের হয়ে যাচ্ছেন। এ সময় সংসদ ভবনে ধোঁয়াও উড়তে দেখা যায়। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, আফগান সংসদ ভবনের বাইরে ছাড়াও রাজধানী কাবুলের ডামাজঙ্গ এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার আফগান সংসদে প্রতিরক্ষামন্ত্রী মাসুম স্টানিকজাইয়ের আস্থা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জেআই  

No comments:

Post a Comment