Monday, June 22, 2015

আনোয়ার-রিজভীসহ ৩১ জনকে অব্যাহতির শুনানি ৪ আগস্ট:আরটিএনএন

আনোয়ার-রিজভীসহ ৩১ জনকে অব্যাহতির শুনানি ৪ আগস্ট নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার ও যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৩১ জনকে অব্যাহতি শুনানির জন্য ৪ আগস্ট দিন ধার্য করেছে আদালত। সোমবার সকালে ঢাকা মহানগর হাকিম আমিনুল হক এ দিন ধার্য করেন। আজ অব্যাহতি শুনানির দিন ধার্য ছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির না হওয়ায় তার অনুপস্থিতিতে ৪
আগস্ট অব্যাহতি দিন ধার্য করে আদালত। এমকে আনোয়ারসহ ৩১ জনের ‍বিরুদ্ধে মামলার অভিযোগ প্রমাণ করার মতো সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় চলতি বছরের ১৯ মে মামলার দায় হতে তাদের অব্যাহতি দেয়ার প্রার্থনা করা হয়। অপরদিকে, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন-নবী খান সোহেলসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অব্যাহতি আবেদন করেন যারা- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির ‍রিজভী, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মিজানুর রহমান মিনু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু ও ছাত্রদল নেতা মৃত নরুজ্জামান জনিসহ ৩১ জন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির সামনে ২০ দলের ডাকা হরতাল-অবরোধ চলাকালে বিএনপি ও জামায়াত-শিবিরের অজ্ঞাতনামা ১৫/২০ জন ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ১৯ জানুয়ারি রমনা থানার পুলিশ পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম মামলাটি দায়ের করেন। পরে ১৯ মে ডিবি পুলিশের উপপরিদর্শক দীপক কুমার দাস ঢাকা মহানগর হাকিম আদালত অভিযোগপত্র দাখিল করেন। মন্তব্য      

1 comment:

  1. Baccarat | Best Casino & Poker Odds 2021 | febcasino
    What you kadangpintar will be able to enjoy at a Live Dealer casino with the 바카라 사이트 full menu febcasino is now available for you, offering all the same poker play and

    ReplyDelete