Tuesday, May 5, 2015

ডিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২:টাইমনিউজ

ডিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২ জয়পুরহাট করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ০৫ মে, ২০১৫ ০৮:০৯:৪৫ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই জন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছে আরও একজন। সংঘর্ষে ডিবি পুলিশের দুই কনস্টেবলও আহত হয়েছেন। সোমবার (৪ মে) দিনগত গভীর রাতে পাঁচবিবির আওলাই ইউনিয়নের ভূতগাড়ী নামক এলাকায় এ ঘটনা ঘটে। জেলা ডিবি'র উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিম বিষয়টি নিশ্চ
িত করেছেন। সংবাদটি লেখা পর্যন্ত বন্দুকযুদ্ধে নিহতদের নাম জানা যায়নি। তবে, আহত গুলিবিদ্ধ ডাকাতের পরিচয় পাওয়া গেছে। সে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বলিহারপুর গ্রামের মৃত. নগেন চন্দ্রের ছেলে বৈশাকু রমেশ। আহত ডিবির কনস্টেবলরা হলেন- সেলিম হোসেন ও বজলুর রহমান। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে ভূতগাড়ী এলাকায় ৫-৭ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবর পেয়ে ডিবি ও পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাত দল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালালে দুই ডাকাত নিহত হয়, এবং আরেকজন গুলিবিদ্ধ হয়। এসআই আবদুর রহিম জানান, ডাকাতরা এসময় ২ ডিবি কনস্টেবলকে পিটিয়ে আহত করে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি বন্দুক উদ্ধার করেছে। কেএইচ

No comments:

Post a Comment