াতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে সাড়ে ১৫ শতাংশ। আর কৃষিখাতে সুদের হার ২ শতাংশ কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে। এর আগে এটি ছিল ১৩ শতাংশ। পাশাপাশি বেসরকারি খাতের উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোর জন্যে স্বল্প ও দীর্ঘমেয়াদী বৈদেশিক অর্থায়ন ব্যবহারের সুযোগও উন্মুক্ত রাখা হয়েছে মুদ্রানীতিতে। মুদ্রানীতি ঘোষণায় গভর্নর বলেন, বার্ষিক গড় মূল্যস্ফীতি অর্থবছর শুরুর ৭.৩৫ শতাংশ থেকে জুন ২০১৫ শেষে ৬.৫০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে অগ্রগতি মোটামুটি সন্তোষজনক। তিনি বলেন, বার্ষিক গড় মূল্যস্ফীতি স্থিতিশীলভাবে নিম্নগামী থেকে ডিসেম্বর ২০১৪ শেষে দাঁড়িয়েছে ৬.৯৯ শতাংশে। তবে মূল্যস্ফীতির এই উপশম হয়েছে মূলত ভোক্তাপণ্য ঝুড়ির খাদ্যপণ্য অংশ থেকে। খাদ্য ও জ্বালানিবহির্ভূত কোর মূল্যস্ফীতি নভেম্বর ও ডিসেম্বর ২০১৪ তে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে বলে জানান আতিউর রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের ব্যাংকবহির্ভূত অর্থায়ন যোগান বৃদ্ধি ও জ্বালানি তেল খাতে ভর্তুকি ব্যয়ভার কমায় ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ প্রবৃদ্ধি প্রক্ষেপিত মাত্রার অনেকটা নিচে রয়েছে। তবে বেসরকারি খাতে ঋণ যোগানের প্রবৃদ্ধি মুদ্রানীতির প্রক্ষেপিত মাত্রার চেয়ে কম থাকলেও তা ২০১৪ সালের শেষ প্রান্ত থেকে ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টাসহ শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মন্তব্য
Thursday, January 29, 2015
৬.৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে মুদ্রানীতি ঘোষণা:RTNN
৬.৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে মুদ্রানীতি ঘোষণা নিজস্ব প্রতিবেদক আরটিএনএন ঢাকা: চলতি অর্থবছরে শেষার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। এতে দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬.৮ শতাংশ এবং মূল্যস্ফীতি ৬.১৫ শতাংশ ধরা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান জানুয়ারি-জুন সময়ের মুদ্রানীতি ঘোষণা করেন। ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খ
াতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে সাড়ে ১৫ শতাংশ। আর কৃষিখাতে সুদের হার ২ শতাংশ কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে। এর আগে এটি ছিল ১৩ শতাংশ। পাশাপাশি বেসরকারি খাতের উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোর জন্যে স্বল্প ও দীর্ঘমেয়াদী বৈদেশিক অর্থায়ন ব্যবহারের সুযোগও উন্মুক্ত রাখা হয়েছে মুদ্রানীতিতে। মুদ্রানীতি ঘোষণায় গভর্নর বলেন, বার্ষিক গড় মূল্যস্ফীতি অর্থবছর শুরুর ৭.৩৫ শতাংশ থেকে জুন ২০১৫ শেষে ৬.৫০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে অগ্রগতি মোটামুটি সন্তোষজনক। তিনি বলেন, বার্ষিক গড় মূল্যস্ফীতি স্থিতিশীলভাবে নিম্নগামী থেকে ডিসেম্বর ২০১৪ শেষে দাঁড়িয়েছে ৬.৯৯ শতাংশে। তবে মূল্যস্ফীতির এই উপশম হয়েছে মূলত ভোক্তাপণ্য ঝুড়ির খাদ্যপণ্য অংশ থেকে। খাদ্য ও জ্বালানিবহির্ভূত কোর মূল্যস্ফীতি নভেম্বর ও ডিসেম্বর ২০১৪ তে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে বলে জানান আতিউর রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের ব্যাংকবহির্ভূত অর্থায়ন যোগান বৃদ্ধি ও জ্বালানি তেল খাতে ভর্তুকি ব্যয়ভার কমায় ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ প্রবৃদ্ধি প্রক্ষেপিত মাত্রার অনেকটা নিচে রয়েছে। তবে বেসরকারি খাতে ঋণ যোগানের প্রবৃদ্ধি মুদ্রানীতির প্রক্ষেপিত মাত্রার চেয়ে কম থাকলেও তা ২০১৪ সালের শেষ প্রান্ত থেকে ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টাসহ শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মন্তব্য
াতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে সাড়ে ১৫ শতাংশ। আর কৃষিখাতে সুদের হার ২ শতাংশ কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে। এর আগে এটি ছিল ১৩ শতাংশ। পাশাপাশি বেসরকারি খাতের উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোর জন্যে স্বল্প ও দীর্ঘমেয়াদী বৈদেশিক অর্থায়ন ব্যবহারের সুযোগও উন্মুক্ত রাখা হয়েছে মুদ্রানীতিতে। মুদ্রানীতি ঘোষণায় গভর্নর বলেন, বার্ষিক গড় মূল্যস্ফীতি অর্থবছর শুরুর ৭.৩৫ শতাংশ থেকে জুন ২০১৫ শেষে ৬.৫০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে অগ্রগতি মোটামুটি সন্তোষজনক। তিনি বলেন, বার্ষিক গড় মূল্যস্ফীতি স্থিতিশীলভাবে নিম্নগামী থেকে ডিসেম্বর ২০১৪ শেষে দাঁড়িয়েছে ৬.৯৯ শতাংশে। তবে মূল্যস্ফীতির এই উপশম হয়েছে মূলত ভোক্তাপণ্য ঝুড়ির খাদ্যপণ্য অংশ থেকে। খাদ্য ও জ্বালানিবহির্ভূত কোর মূল্যস্ফীতি নভেম্বর ও ডিসেম্বর ২০১৪ তে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে বলে জানান আতিউর রহমান। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের ব্যাংকবহির্ভূত অর্থায়ন যোগান বৃদ্ধি ও জ্বালানি তেল খাতে ভর্তুকি ব্যয়ভার কমায় ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ প্রবৃদ্ধি প্রক্ষেপিত মাত্রার অনেকটা নিচে রয়েছে। তবে বেসরকারি খাতে ঋণ যোগানের প্রবৃদ্ধি মুদ্রানীতির প্রক্ষেপিত মাত্রার চেয়ে কম থাকলেও তা ২০১৪ সালের শেষ প্রান্ত থেকে ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টাসহ শীর্ষ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মন্তব্য
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment