চড়া দামে বিক্রি হিটলারের আঁকা ছবি আন্তর্জাতিক ডেস্ক টাইম নিউজ বিডি, ২২ জুন, ২০১৫ ১১:৩২:৩১ জগতে ত্রাস সৃষ্টিকারী স্বৈরশাসক এডলফ হিটলার তরুণ বয়সে ছবিও আঁকতেন। তার আঁকা ১৪টি চিত্র এবং ড্রয়িং সম্প্রতি নিলামে তোলা হয়েছিল। এগুলো বিক্রি হয়েছে ৩ লাখ ৯১ হাজার ইউরোতে। বাংলাদেশি মুদ্রায় যার দাম ৩ কোটি ৪৪ লাখ ৮৬ হাজার টাকা। হিটলারের এসব চিত্রকর্ম নিলামে তোলা হয়েছিল জার্মানির নুরেমবার্গ শহরে। এগুলোর মধ্যে সবচ
েয়ে বেশি দাম ওঠেছে ‘ক্যাসল ইন বাভারিয়া’ চিত্রটি। এক চীনা নাগরিক ১ লাখ ইউরোর বিনিময়ে এটি কিনে নেন। এছাড়া একটি ফুলের তোড়ার স্থির চিত্র বিক্রি হয়েছে ৭৩ হাজার ইউরোতে। হিটলারের আঁকা আরো যেসব চিত্র বা ড্রয়িং নিলামে বিক্রি হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভিয়েনা এবং প্রাগের ওপর আঁকা কিছু ছবি এবং একটি উদোম তরুণীর চিত্র। এগুলো সবই জলরংয়ে আঁকা ছবি। ১৯০৪-১৯২২ সালের মধ্যে ছবিগুলো আঁকা হয়েছিল বলে অনুমান করা হয়। অর্থাৎ জার্মানিতে নাজিরা ক্ষমতায় আসার আগেই এসব ছবি এঁকেছিলেন হিটলার। জেআই
No comments:
Post a Comment