Tuesday, April 28, 2015

নির্বাচন বর্জনের ঘোষণা দিতে পারেন মির্জা আব্বাস:টাইমনিউজ

নির্বাচন বর্জনের ঘোষণা দিতে পারেন মির্জা আব্বাস স্টাফ রিপোর্টার টাইম নিউজ বিডি, ২৮ এপ্রিল, ২০১৫ ১১:০২:২৪ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০-দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস নির্বাচন বর্জনের ঘোষণা দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সকাল থেকে মির্জা আব্বাস বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে এসে এখন তার শাহজাহানপুরের বাসায় অবস্থান করছেন। তিনি বিএনপির হাই-কমান্
ডের সাথে নির্বাচন বর্জন করবেন কীনা সেই সিদ্ধান্ত জানতে যোগাযোগ করছেন বলেও জানা যায়। হাই-কমান্ড থেকে নির্দেশ পেলেই মির্জা আব্বাস সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জনের ঘোষণা দিতে  পারেন বলেও দলীয় সূত্র জানিয়েছে। তবে, আরেকটি সূত্রে জানা গেছে সরাসরি মির্জা আব্বাস ঘোষণা না দিয়ে আদর্শ ঢাকা আন্দোলনের পক্ষ থেকে নির্বাচন বর্জনের ঘোষণা আসতে পারে। এদিকে, শাহজাহানপুরে মির্জা আব্বাসের বাসার সামনে তার কয়েক'শ সমর্থক বিক্ষোভ করেছে। তারা জাল ভোট ও এজেন্টদের বের করে দেয়াসহ নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে স্লোগান দেন। এদিকে, রাজধানীর বিভিন্ন কেন্দ্র থেকে মির্জা আব্বাসের যেসব পোলিং এজেন্ট বের করে দেয়া হয়েছে তাদের অনেকেই তার বাসায় এসে জড়ো হয়েছেন। এসব এজেন্টদের অভিযোগ, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর ক্যাডাররা তাদেরকে জোর করে ভোট কেন্দ্র থেকে বের করে দিয়েছে।  এ সময় অনেককে শারীরিকভাবে লাঞ্চিত করেছে বলেও অভিযোগ এজেন্টদের। এদিকে,  সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, অনেক কেন্দ্রেই সকাল ৮টার আগেই জাল ভোট দিয়ে বাক্স ভরে ফেলা হয়েছে। এসব ভোটকেন্দ্রে ২০-দলীয় জোট সমর্থিত প্রার্থীদের এজেন্টদের জোর করে বের করে দেয়া হয়েছে।  সাধারণ ভোটাররাও ভয়ে এসব কেন্দ্র ভোট দিতে যাননি।  সেখানে শুধু আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর ক্যাডারদের অবস্থান করতে দেখা যায়। এরই মধ্যে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস অভিযোগ করেছেন, গত ৫ই জানুয়ারির মতোই একটি বিতর্কিত নির্বাচন হতে যাচ্ছে। তবে, কোথাও কোন অভিযোগের খবর এখনও পাননি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। নির্বাচন সুষ্ঠু হচ্ছে এবং ফলাফল যাই হোক তিনি মেনে নিবেন বলেও জানান সাঈদ খোকন। এমএইচ/কেবি 

No comments:

Post a Comment