ীরা জানান। পরে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ দপ্তরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাহনেওয়াজ। তবে তাকে লক্ষ্য করে ভোটারদের এই অনাকাঙ্ক্ষিত আচরণের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহনেওয়াজ বলেন, ‘সকাল থেকে মোট ১৫টি কেন্দ্র পরিদর্শন করেছি। সব জায়গায় সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ রয়েছে।’ তিনি বলেন, ‘শুধু দক্ষিণ সিটি করপোরেশনের সুরিটোলার একটি কেন্দ্রে ব্যালট বক্স ও পেপার ছিনতাইয়ের চেষ্টাকালে বিশৃঙ্খলা হয়। পরে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।’ শাহনেওয়াজ বলেন, ‘কর্মকর্তারা ইচ্ছা করলে ভোটগ্রহণ সম্পূর্ণ স্থগিত রাখতে পারেন। এর বাইরে আর তেমন কোনো খারাপ সংবাদ আমাদের কাছে নাই।’ তিনি বলেন, ‘যে সব কেন্দ্রে আমি গিয়েছি, সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি। পূর্বে যেভাবে আপনারা নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য কাজ করেছেন, এবারো সেভাবে শৃঙ্খলা রক্ষার চেষ্টা করবেন। আশা করি সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ঝামেলা হলে, তা সামাল দেয়া সম্ভব হবে।’ সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এমন পশ্নে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আপনারা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করছেন না কেন?’ তিনি বলেন, ‘আমরা পূর্বেই সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশ করার অনুমতি দিয়েছি। এর পরও যদি আপনাদের কোনো কেন্দ্রে প্রবেশ করতে না দেয়, তখন বলবেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশনা আছে।’ তিনি আরো বলেন, ‘আমি মনে করি সাংবাদিকরা আগের নির্বাচনে যেভাবে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন তার ব্যত্যয় ঘটবে না। এছাড়া কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করবেন।’ মন্তব্য
Tuesday, April 28, 2015
শাহনেওয়াজের গাড়িতে জুতা নিক্ষেপ:আরটিএনএন
ীরা জানান। পরে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ দপ্তরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাহনেওয়াজ। তবে তাকে লক্ষ্য করে ভোটারদের এই অনাকাঙ্ক্ষিত আচরণের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহনেওয়াজ বলেন, ‘সকাল থেকে মোট ১৫টি কেন্দ্র পরিদর্শন করেছি। সব জায়গায় সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ রয়েছে।’ তিনি বলেন, ‘শুধু দক্ষিণ সিটি করপোরেশনের সুরিটোলার একটি কেন্দ্রে ব্যালট বক্স ও পেপার ছিনতাইয়ের চেষ্টাকালে বিশৃঙ্খলা হয়। পরে ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।’ শাহনেওয়াজ বলেন, ‘কর্মকর্তারা ইচ্ছা করলে ভোটগ্রহণ সম্পূর্ণ স্থগিত রাখতে পারেন। এর বাইরে আর তেমন কোনো খারাপ সংবাদ আমাদের কাছে নাই।’ তিনি বলেন, ‘যে সব কেন্দ্রে আমি গিয়েছি, সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি। পূর্বে যেভাবে আপনারা নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য কাজ করেছেন, এবারো সেভাবে শৃঙ্খলা রক্ষার চেষ্টা করবেন। আশা করি সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ঝামেলা হলে, তা সামাল দেয়া সম্ভব হবে।’ সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না এমন পশ্নে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আপনারা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করছেন না কেন?’ তিনি বলেন, ‘আমরা পূর্বেই সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশ করার অনুমতি দিয়েছি। এর পরও যদি আপনাদের কোনো কেন্দ্রে প্রবেশ করতে না দেয়, তখন বলবেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দেশনা আছে।’ তিনি আরো বলেন, ‘আমি মনে করি সাংবাদিকরা আগের নির্বাচনে যেভাবে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন তার ব্যত্যয় ঘটবে না। এছাড়া কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করবেন।’ মন্তব্য
Labels:
আরটিএনএন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment