Saturday, March 14, 2015

নাশিদের ১৩ বছরের জেল:Time News

নাশিদের ১৩ বছরের জেল আন্তর্জাতিক ডেস্ক টাইম নিউজ বিডি, ১৪ মার্চ, ২০১৫ ১৩:১৬:৪৬ মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে ১৩ বছরের জেল দিয়েছে দেশটির সন্ত্রাসবিরোধী এক আদালত। তিন বিচারকের একটি বেঞ্চ শুক্রবার নাশিদের বিরুদ্ধে এই রায় দেন। ২০১২ সালের জানুয়ারিতে ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে তৎকালীন প্রধান বিচারককে গ্রেফতারের আদেশ দিয়েছিলেন মোহাম্মদ নাশিদ। এই অপরাধে নাশিদকে ১৩ বছরের জেল দেয়া হলো। বিচ
ারক আবদুল্লাহ দিদি শুক্রবার রায়ে বলেন, ‘বিচারক আবদুল্লাহ মোহামেদকে বেআইনিভাবে গ্রেফতার ও বন্দী রাখায় নাশিদকে দোষী সাব্যস্ত করা হলো।’ যদিও এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন মোহাম্মদ নাশিদ। তার সমর্থকদের দাবি, ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যেন তিনি দাঁড়াতে না পারেন সে জন্য ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইয়ামিন আবদুল গাইয়ুম নাশিদকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন। খবরে বলা হয়, রায়ের পর নাশিদকে ধুনিধু কারাগারে নিয়ে যাওয়া হয়। রাজধানী মালের কাছেই ওই কারাগার। এর আগে ২২ ফেব্রুয়ারি নাশিদকে গ্রেফতার করা হয়। মোহাম্মদ নাশিদ ২০০৮ সালে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ২০১২ সালের ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন। সূত্র: আলজাজিরা। কেএইচ  


No comments:

Post a Comment