বৃষ্টিতে শুরু হয়নি দ্বিতীয় দিনের খেলা খেলা প্রতিবেদক আরটিএনএন নারায়ণগঞ্জ: বৃষ্টির বাগড়ায় ফতুল্লা টেস্টের দ্বিতীয় দিনের খেলা এখনো শুরু হয়নি। দিনের প্রথম সেশনে মাঠে খেলা গড়ানোর কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার সকাল থেকেই ফতুল্লায় বৃষ্টি হচ্ছে। আকাশ কালো মেঘে ঢাকা। রয়েছে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা। দ্বিতীয় দিনের খেলা যখন শুরু হওয়ার কথা, তখনো মাঠেই আসেনি বাংলাদেশ ও ভারত দল। কোনো দলই তখন হোটেল থেকে
বের হয়নি। বুধবার প্রথম দিন বৃষ্টির কারণে মাঝখানে দীর্ঘ চার ঘণ্টা খেলা বন্ধ ছিল। তবে বৃষ্টির সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। ফলে দিন শেষে চারের উপরে (৪.২৬) রান রেখে সফরকারী ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে ৫৬ ওভারে বিনা উইকেটে ২৩৯ রান। ওয়ানডে স্টাইলে ব্যাট করে ১৫০ রানে অপরাজিত আছেন বাম-হাতি ওপেনার শিখর ধাওয়ান। ১৫৮ বলের ইনিংসে তিনি ২১টি বাউন্ডারি মেরেছেন। তার ডান-হাতি পার্টনার মুরালি বিজয় অপরাজিত আছেন ৮৯ রানে। ১৭৮ বলের ইনিংসে তিনি ৮টি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকিয়েছেন। মন্তব্য
No comments:
Post a Comment