Monday, March 16, 2015

পুতিনের রহস্যময় ১০ দিন:Time News

পুতিনের রহস্যময় ১০ দিন ইন্টারন্যাশনাল ডেস্ক টাইম নিউজ বিডি, ১৬ মার্চ, ২০১৫ ১৮:৫৯:২০ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অস্বাভাবিকভাবে ১০ দিন অনুপস্থিত থাকার পর সোমবার তার জনসম্মুখে হাজির হয়েছেন। এভাবে লোকচক্ষুর আড়ালে চলে যাওয়ায় তিনি কোথায় রয়েছেন এবং তার স্বাস্থ্যের কি অবস্থা সে ব্যাপারে ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়। সোমবার সেন্ট পিটার্সবাগে কিরগিজ প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়িভের সঙ্গে সাক্ষাত
করেন পুতিন। গত ৫ মার্চ ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির সঙ্গে এক সংবাদ সম্মেলনে পুতিনকে (৬২) সর্বশেষ জনসম্মুখে দেখা যায়। গত সপ্তাহে তিনি মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান সফরসহ তার অনেক কর্মসূচি বাতিল করেন। এভাবে হঠাৎ করে জনসম্মুখের অন্তরালে চলে যাওয়ার কারণে জনসাধারণের ব্যাপক জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। এসব জল্পনা-কল্পনার মধ্যে রয়েছে রাশিয়ার এ নেতা আবার বাবা হয়েছেন, প্রাসাদ ষড়যন্ত্রে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন, কসমেটিক সার্জারি করিয়েছেন বা তিনি মারা গেছেন। তবে এসব জল্পনা-কল্পনা নাকচ করে দিয়ে তার মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পুতিন সুস্থ রয়েছেন। এমএ


No comments:

Post a Comment