Monday, March 16, 2015

"১৯৭১ সালে বাংলাদেশকে সৃষ্টি করেছে ভারত":Time News

"১৯৭১ সালে বাংলাদেশকে সৃষ্টি করেছে ভারত" স্পোর্টস ডেস্ক টাইম নিউজ বিডি, ১৫ মার্চ, ২০১৫ ২০:৫৭:৪১ ফের বাংলাদেশের মুক্তিযুদ্ধকে হেয় করল ভারত। এবার তাদের এক বিজ্ঞাপনে দেখাল, "1971, India created Bangladesh"অর্থাৎ "১৯৭১ সালে বাংলাদেশকে সৃষ্টি করেছে ভারত"। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার সেমি ফাইনালে ওঠার লড়াইয়ে টাইগারদের মুখোমুখি হবে ভারত। বা
ংলাদেশের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ার পর থেকেই একের পর এক ভারতীয় বাংলাদেশকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। এর সর্বশেষ সংযোজন হল, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে নিয়ে কটাক্ষ করা। তাও আবার একটি বিজ্ঞাপনের মাধ্যমে। এর আগে বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে অনেক ভারতীয়। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে চলচ্চিত্র জগতের তারকা কেউই বাদ যায়নি। বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে মওকা মওকা নামে একটি বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই বিজ্ঞাপনে- বুকে ইন্ডিয়া লেখা জার্সি পরা এক ছেলে কলিংবেলের আওয়াজে বাসার দরজা খোলে। ছেলেটি দরজা খুলে দেখে বুকে বাংলাদেশ লেখা জার্সি পরে একটি ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটির হাতে পূজার ফুল ও প্রসাদ। তারপর বুকে ইন্ডিয়া লেখা ছেলেটি তার ঘরের দেওয়ালের দিকে আঙ্গুল দিয়ে নির্দেশ করে, সেখানে একটি বিশ্বমানচিত্র আছে যেখানে ভারতের পাশে বাংলাদেশকে দেখাচ্ছে এবং পাশে লেখা: "1971, India created Bangladesh"অর্থাৎ "১৯৭১ সালে বাংলাদেশকে সৃষ্টি করেছে ভারত"। এটা দেখার পর বুকে বাংলাদেশ লেখা ছেলেটা ইন্ডিয়ার পায়ে ফুল দিয়ে প্রণাম করে চলে যায়। মূলত বাংলাদেশ বনাম ভারতের কোয়ার্টার ফাইনালের আগে বাংলাদেশকে অপমানিত করার জন্যই এই বিজ্ঞাপন বানিয়ে ইউটিউবে ছাড়া হয়েছে। আর এ নিয়েই তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অবশ্য বাংলাদেশকে নিয়ে ভারতীয়দের চুলকানি নতুন নয়। ইংল্যান্ডের বাংলাদেশের জয়ের পর তাদেরকে "বিড়াল" বলে মন্তব্য করেছিলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা প্রসেনজিৎ। আরেক ভারতীয় নাগরিক পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে পেসার রুবেল হোসাইনকে নিয়ে বাজে মন্তব্য করে। বাংলাদেশের স্বাধীনতা নিয়েও কটাক্ষ করে। এছাড়া মুশফিকুর রহিমকে নিয়ে অপ্রীতিকর কথা বলে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ভারত-পাকিস্তানের যুদ্ধ বলে চলচ্চিত্র নির্মাণ করেছিল আরেক ভারতীয়। ক্রিকেট নিয়ে এর আগে বাজে মন্তব্য করেছিল ভারতের নভোজত সিধু। সাবেক এ ক্রিকেটার বলেছিলেন, "তেলাপোকা ও পাখি দুটোই উড়তে পারলেও দুটো কিন্তু এক নয়। বাংলাদেশ ঐ তেলাপোকার মত।" ভিডিও: https://www.youtube.com/watch?v=8osmsfcmjhk জেডআই


No comments:

Post a Comment