Monday, March 16, 2015

অগ্নিকাণ্ডে দেড় হাজার পানের বরজ পুড়ে ছাই:Time News

অগ্নিকাণ্ডে দেড় হাজার পানের বরজ পুড়ে ছাই কুষ্টিয়া করেসপন্ডেন্ট টাইম নিউজ বিডি, ১৬ মার্চ, ২০১৫ ১১:০০:৩০ কুষ্টিয়ার ভেড়ামারার জুনিয়াদহ ও দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকার ভুরকার মাঠে আগুনে পুড়ে গেছে প্রায় ১৪/১৫ বিঘার জমির দেড় হাজার পিলি পান বরজ। রোববার রাতে ভয়াবহ এ আগুনে অন্তত ৬০ জন কৃষকের পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। প্রত্যক্ষদর্শীরা জান
ান, রোববার রাতে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ মির্জাপুর মাঠে কৃষকের পান বরজে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। আগুনে ছড়িয়ে পড়লে মুহুর্তেই পুড়ে ছাই হয়ে যায় প্রায় ১৪/১৫ বিঘা জমির দেড় হাজার পিলি পান বরজ। আগুন নিয়ন্ত্রনে নিতে গিয়ে ভেড়ামারার জুনিয়াদহ এলাকার জালি, সেলিম, নূর ইসলাম, মামুন, উজির, নাসির, শাকিল, সিদ্দিক, ফারুক গাইন, ভুরকাপাড়ার রফিক, সুজন, মনিরুল, জাহাঙ্গীরসহ আরো কয়েকজন কৃষকের বসতবাড়ি ভাংচুর করে গুটিয়ে ফেলা হয়। ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার গোলাম সরোয়ার জানান, হঠাৎ আগুনে বিক্ষিপ্ত ভাবে কৃষকের পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ নিরুপন করা কঠিন। এআর


No comments:

Post a Comment