Thursday, January 29, 2015

বঙ্গোপসাগরে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবি:RTNN

বঙ্গোপসাগরে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারডুবি নিজস্ব প্রতিনিধি আরটিএনএন কক্সবাজার: বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ট্রলার ডুবির পর ৩৬ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ডের কুতুবদিয়া স্টেশন কমান্ডার ফিরোজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মন্তব্য
নিজস্ব প্রতিনিধিআরটিএনএনময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে আসিফ পারভেজ টুকুন (২০) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে . . . বিস্তারিত নিজস্ব প্রতিনিধিআরটিএনএনবগুড়া: বগুড়ায় চালক ও তার সহযোগীকে নামিয়ে দিয়ে এবার ধান ও চালবাহী দুইটি ট্রাকে আগুন দিয়েছেন হরতাল . . . বিস্তারিত            


No comments:

Post a Comment