
যায়নি। কাউন্টারগুলোও রয়েছে যাত্রীশূন্য। অলস সময় পার করছেন কাউন্টারের কর্মীরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও সায়েদাবাদ বাস টার্মিনালে এ চিত্র ধরা পড়েছে। যাত্রীর আশায় কাউন্টারগুলো খোলা রাখা হলেও বিক্রি হচ্ছে না টিকিট। পরিবহন শ্রমিকরা বলছেন, পেট্রোল বোমার আতঙ্কে মানুষ এখন রাস্তায় বেরই হতে চায় না। আগের দিনের হরতালগুলোতে বাস না ছাড়লেও যাত্রীরা কাউন্টারে এসে ভিড় জমাতো। কিন্তু বর্তমানের হরতালগুলোতে বাস মালিকরা বাস চলাচলের সিদ্ধান্ত নিলেও দেখা মেলে না যাত্রীদের। গাবতলী বাস টার্মিনালের হানিফ পরিবহণের কাউন্টার ম্যানেজার এখলাস বলেন, হরতালে নাশকতার ভয়ে কেউ আজ বাস ছাড়েনি। তা ছাড়া মালিকপক্ষ থেকে নিষেধ আছে। তবে পরিস্থিতি শান্ত হলে রাতে বাস ছাড়া হবে। তবে কুষ্টিয়াগামী সুমন ডিলাক্স ও গোপালগঞ্জগামী বিকাশ পরিবহন, যশোরগামী রাসেল পরিবহন জানিয়েছে যাত্রী হলে তারা বাস ছাড়তে পারেন। অন্যদিকে সায়েদাবাদ বাস টার্মিনালের অবস্থাও একই। রাতে দু'একটি বাস টার্মিনাল ছাড়লেও দিনের বেলায় কোন দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে না এ টার্মিনাল থেকে। অলস সময় কাটছে এখানকার পরিবহন শ্রমিকদের। এদিকে অতি জরুরী প্রয়োজনে ঢাকার বাইরে যাওয়ার জন্য কিছু যাত্রী টার্মিনালে আসলেও বাস না ছাড়ায় তারা ফিরে যাচ্ছেন। এতে তাদের ভোগান্তি আরও চরমে উঠেছে বলে জানিয়েছেন তারা। এআর
No comments:
Post a Comment