Thursday, January 29, 2015

কুতুবদিয়ায় ৭১ যাত্রী নিয়ে মালয়েশিয়াগামী ট্রলারডুবি :Natun Barta

কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে কমপক্ষে ৭১ জন যাত্রী নিয়ে মালয়েশিয়াগামীএকটি ট্রলার ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলার থেকে ৩১ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওংসাতুয়াইন ঘটনার সত্যতা স্বীকার জানান, ডুবে যাওয়া ট্রলারটিতে কমপক্ষে ৭১ জন যাত্রী ছিলেন।
NUMBER_HERE' target='_blank'> এরইমধ্যে কোস্টগার্ড ৩১ জনকে উদ্ধার করেছে। নিখোঁজ বাকিদের উদ্ধারে তৎপরতা চলছে। নতুন বার্তা/জিহ  


No comments:

Post a Comment